Advertisement
০৯ মে ২০২৪

উঠল কর্মবিরতি

শেষ পর্যন্ত কর্মবিরতি তুলে নিলেন জঙ্গিপুরের আইনজীবীরা। জানা গিয়েছে, আজ, মঙ্গলবার থেকেই কাজে ফিরবেন তাঁরা। জঙ্গিপুরের এসিজেএম আদালতের কিছু সমস্যা মেটানোর দাবি নিয়ে কর্মবিরতির ডাক দিয়েছিলেন আইনজীবীরা। ২৬ মে থেকে ৪ দফায় সেই কর্মবিরতির মেয়াদ বাড়ানো হয়। তবে সেই সমস্যা অবশ্য কতটুকু মিটেছে সে ব্যাপারে কোনও সদুত্তর মেলেনি। তবে আইনজীবীদের দাবি মেনে আদালতে কর্মরত এক হোমগার্ডকে বদলি করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জুন ২০১৫ ০০:২৮
Share: Save:

শেষ পর্যন্ত কর্মবিরতি তুলে নিলেন জঙ্গিপুরের আইনজীবীরা। জানা গিয়েছে, আজ, মঙ্গলবার থেকেই কাজে ফিরবেন তাঁরা। জঙ্গিপুরের এসিজেএম আদালতের কিছু সমস্যা মেটানোর দাবি নিয়ে কর্মবিরতির ডাক দিয়েছিলেন আইনজীবীরা। ২৬ মে থেকে ৪ দফায় সেই কর্মবিরতির মেয়াদ বাড়ানো হয়। তবে সেই সমস্যা অবশ্য কতটুকু মিটেছে সে ব্যাপারে কোনও সদুত্তর মেলেনি। তবে আইনজীবীদের দাবি মেনে আদালতে কর্মরত এক হোমগার্ডকে বদলি করা হয়েছে। আইনজীবীদের এই কর্মবিরতির ফলে আদালতের বিচারপ্রার্থীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে তাই নয়, জঙ্গিপুর সাব-জেলেও জামিন না পাওয়ায় বিচারাধীন বন্দীর সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে গিয়েছে। কর্মবিরতি উঠে যাওয়ায় আপাতত স্বস্তির নিঃশ্বাস সব মহলেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jangipur court Lawyer Baharampur home guard
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE