ভোটের পর স্ট্রং রুমে ঢুকে গিয়েছে ইভিএম। এবার প্রতীক্ষা ২৩ মে’র। ওই দিনই ইভিএমগুলি ভাগ্য নির্ধারণ করবে প্রার্থীদের।
ভোট গণনা পর্যন্ত ইভিএমগুলি তালাবন্দি থাকবে, আধা সেনার নজরদারিতে। সেই কারণেই নদিয়ায় থেকে গিয়েছে দুই কোম্পানি আধাসেনা। তারা কৃষ্ণনগরের বিপিসি আইটি এবং রানাঘাট কলেজের স্ট্রংরুম পাহারা দেবে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোটপর্ব মিটে যাওয়ার পর সোমবার রাতেই কড়া নিরাপত্তার মধ্যে ভোট কর্মীরা ইভিএম পৌঁছে দেন নির্দিষ্ট রিসিভিং সেন্টারগুলিতে। মঙ্গলবার ভোরে সেখান থেকে ট্রাক বোঝাই করে সেই ইভিএম পৌঁছে দেওয়া হয় দু’টি স্ট্রং রুমে। পরে প্রার্থী বা তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে সেই স্ট্রং রুমগুলি তালা বন্ধ করে সিল করে দেওয়া হয়। পরে বেলা ১১টা থেকে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে স্ক্রুটিনি বা প্রিসাইডিং অফিসারের দেওয়া তথ্য মিলিয়ে দেখা হয়, যে ঠিক কতগুলি ভোট পড়েছে কোন বুথে। সেটা চলে বিকেল ৩টে পর্যন্ত।
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
এর পর ইভিএম বের করা হবে ২৩ মে, ভোট গণনার দিন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পর্যন্ত দু’টি কেন্দ্রের কোনও বুথে আবার ভোট গ্রহণ করা হবে কি না, তা নির্বাচন কমিশন থেকে জানানো হয়নি। নির্বাচন সংক্রান্ত কাজ নিয়ে টানা চাপ এবং পরিশ্রমের পরে মঙ্গলবার জেলা প্রশাসনিক ভবনের কর্মীদের মধ্যে অনেকটাই ঢিলেঢালা ভাব দেখা যায়। বাইরের লোকের উপস্থিতি ছিল না বললেই চলে। প্রশাসনিক ভবন ছিল বেশ ফাঁকা ফাঁকা।