Advertisement
১৪ জুন ২০২৪
Mamata Banerjee

মমতার জনসভা, মাটির খোঁজে তৃণমূল

তৃণমূল সূত্রের খবর, রানাঘাটে বুথস্তর থকে দলীয় কর্মী-সমর্থকদের বেশি পরিমাণে আনার বিষয়ে জোর দিচ্ছে দল।

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্রাট চন্দ
রানাঘাট শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ ০১:৪৪
Share: Save:

গত বছরই লোকসভা ভোটে বিজেপির কাছে রানাঘাট হারাতে হয়েছে তৃণমূলকে। সেই ভোটের পরে এ বারই প্রথম জেলায় আসছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের পাশাপাশি রানাঘাটেও তাঁর জনসভা করার কথা শোনা যাচ্ছে।

তৃণমূল সূত্রের খবর, রানাঘাটে বুথস্তর থকে দলীয় কর্মী-সমর্থকদের বেশি পরিমাণে আনার বিষয়ে জোর দিচ্ছে দল। সম্প্রতি নাগরিকত্ব আইন নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তারা। নদিয়ার দক্ষিণ প্রান্তের এক বড় অংশ উদ্বাস্তু অধ্যুষিত, আবাসিকদের একটি বড় অংশ মতুয়া সম্প্রদায়ের। জেলার বেশির ভাগ পুরসভাও এই দক্ষিণ প্রান্তে রানাঘাট এবং কল্যাণী মহকুমার মধ্যে। এর মধ্যে চাকদহ পুরসভার মেয়াদ শেষ হয়েছে আগেই। কুপার্স ক্যাম্প নোটিফায়েড এরিয়া ছাড়া বাকি পুর এলাকাগুলিরও মেয়াদ শেষ হচ্ছে এই বছরে। পুরভোটের জন্য আসন সংরক্ষণের খসড়া তালিকাও প্রকাশ হয়ে গিয়েছে। অর্থাৎ পুরভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে।

গত লোকসভা ভোটে রানাঘাটের পাশাপাশি পড়শি বনগাঁ লোকসভা কেন্দ্রও হাতছাড়া হয়েছে তৃণমূলের। নদিয়ার কল্যাণী এবং হরিণঘাটা বিধানসভা কেন্দ্র বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এ বারে তাই তৃণমূল পুরভোটকে লক্ষ্য রেখে ঘুটি সাজাচ্ছে। স‌ংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিক পঞ্জির প্রতিবাদ সামনে রেখেই কর্মসূচি নেওয়া হচ্ছে। এ বার রানাঘাট মহকুমা থেকেই দলের তরফে আগামী দিনের আন্দোলনের রূপরেখা এবং বার্তা দেওয়া হতে পারে বলেই মনে করছেন অনেকে।

তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর সিংহ শুক্রবার বলেন, “বুথস্তর থেকে বেশি সংখ্যায় দলের কর্মী সমর্থকদের সভায় নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে। নাগরিকত্ব আইন নিয়ে আমাদের নেত্রী প্রতিবাদ জানিয়েছিলেন আগেই। সমাজের নানা স্তরের মানুষও এখন প্রতিবাদে এগিয়ে আসছেন।”

তৃণমূল সূত্রের খবর, রানাঘাট ১ ব্লকের হবিবপুরে ছাতিমতলার মাঠে সভা করার কথা রয়েছে দলনেত্রীর। শুক্রবার থেকে সেই মাঠে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। বিকেলে রানাঘাট ১ পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষকে সঙ্গে নিয়ে সেই মাঠ ঘুরে দেখে যান শঙ্কর সিংহ।

তৃণমূল সূত্রের খবর, এই জনসভার প্রস্তুতি নিয়ে নদিয়ায় দলীয় পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বৃহস্পতিবার জেলার বিধায়ক থেকে শুরু করে নানা স্তরের জনপ্রতিনিধি ও নেতাদের নিয়ে কলকাতায় একটি বৈঠক হয়েছে। সেখানেই স্থির হয়েছে, বিভিন্ন বুথস্তর থেকে বেশি করে দলীয় কর্মী-সমর্থককে সভায় নিয়ে যাওয়া হবে। তাপস ঘোষ এ দিন দাবি করেন, “ওই সমাবেশে অন্তত ৫০ হাজার মানুষের জমায়েত হবে।” প্রস্তুতি হিসাবে আজ, শনিবার রানাঘাট ১ ব্লকে রানাঘাট উত্তর-পশ্চিম ও দক্ষিণ বিধানসভা এলাকার জনপ্রতিনিধি এবং নেতাদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। সাংগঠনিক জেলা সভাপতিও সেখানে থাকবেন। বেদখল হয়ে যাওয়া রানাঘাটে মাটি ফিরে পাওয়ার লড়াই দলনেত্রীর সভা থেকেই শুরু করতে চাইছে তৃণমূল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE