পাঁচ বছরের সন্তানের সামনেই তার মায়ের গায়ে পেট্রল ঢেলে, আগুন ধরিয়ে দিল বাবা। এমনই অভিযোগ দীপিকা বিশ্বাস নামের এক তরুণীর স্বামীর বিরুদ্ধে। এর পরে অভিযুক্ত ননীগোপাল বিশ্বাস নিজের গায়েও পেট্রল ঢেলে, আগুন ধরায়। পরে বিলের জলে ঝাঁপ দেয়। নদিয়ার হাঁসখালির ওই ঘটনায় জখম তরুণীকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
তরুণীর পরিবারের তরফে হাঁসখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, সোমবার রাতে মদ খেয়ে বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করে অভিযুক্ত। পরে মঙ্গলবার সকালে উঠোনে স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পরে অভিযুক্ত পালানোর চেষ্টা করলেও তাকে ধরে ফেলেন দীপিকার ভাইয়েরা। হাঁসখালি থানার পুলিশ এলে ননীগোপালকে তাদের হাতে তুলে দেওয়া হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)