বাংলাদেশ থেকে ভিটে-মাটি হারা হয়ে এ দেশে এসেছিলেন তাঁদের বাপ ঠাকুর্দারা। মাথা গোঁজার জায়গা পেয়েছিলেন কলোনিতে। কিন্তু আজও এ দেশে ভূমিহারা তাঁরা। প্রজন্ম পেরিয়ে গিয়েছে, কলোনির জমির দলিল পাইনি কেউই।
শান্তিপুরের ২৪ নম্বর ওয়ার্ডের সুত্রাগড় চরের বাসিন্দাদের গলায় ক্ষোভের থেকেও বেশি অভিমান, ‘‘এই টুকু কি দেওয়া যেত না আমাদের? কারও সঙ্গে ঝামেলা হলেই সে জমি নিয়ে খোঁটা দিয়ে বলে, ‘তোদের তো এ দেশে নিজেদের জমিই নেই। তোরা এ দেশের লোকই না!’ আমাদের মুখ চুন হয়ে যায়।’’ ১৯৬৮ সালে শান্তিপুর শহরের প্রান্তে গড়ে উঠেছিল সুত্রাগড়চর সুর্যসেন কলোনি। প্রায় ৮৫টি উদ্বাস্তু পরিবারের বাস এখানে। কেউই জমির মালিকানা পাননি। কলোনিতে এখনও কাঁচা রাস্তা। কোনও উন্নয়ন নেই। বর্ষায় কাদা প্যাচপ্যাচে পথ। সেই পথে রাতে আলোও জ্বলে না।
স্থানীয় বাসিন্দারাই বলছেন, একাধিক বার জমির দলিলের জন্য আবেদন করার পরেও কোনও ফল হয়নি। জমির মালিকানা অধরা থেকেছে। উন্নয়ন, সরকারি সুযোগ সুবিধা, কিছুই পাননি। আশায় আছেন, মুখেযমন্ত্রীর আশ্বাসের পর যদি এত দিনে দুঃখের দিন শেষ হয়।