Advertisement
০২ মে ২০২৪

নবদ্বীপে মন্দিরে ফের চুরি, উদ্বিগ্ন অধ্যক্ষেরা

এমনিতে নবদ্বীপে ছোটবড় মিলিয়ে দেড়শোরও বেশি মঠমন্দির রয়েছে। কিন্তু ছোট বা বড় যেমনই হোক এইসব দেবালয়ের অধিকাংশেই রয়েছে বহু প্রাচীন বিগ্রহ, পুঁথি, গ্রন্থ বা অন্য কোনও বহুমূল্য দ্রব্য। সারাদিন ভক্ত বা পর্যটকের ভিড় থাকলেও রাতের বেলায় বেশির ভাগ মন্দিরে দু’একজন আবাসিক ছাড়া তেমন কেউই থাকেন না।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
নবদ্বীপ শেষ আপডেট: ১৪ জুন ২০১৭ ০১:৫৩
Share: Save:

কিছুদিন বিরতির পর ফের নবদ্বীপে মন্দিরে চুরির ঘটনা উদ্বেগে ফেলে দিয়েছে শহরের মঠমন্দিরের প্রধানদের।

শুক্রবার রাতে নবদ্বীপ পোড়াঘাটের বজরঙ্গবলি মন্দিরের দুটি দরজা ভেঙে বিগ্রহের অলঙ্কার ও প্রণামীর বাক্স ভেঙে নগদ টাকা চুরি হয়। একটি কাঠের দরজা ভেঙে এবং একটি লোহার গ্রিল বেঁকিয়ে, তালা ভেঙে যে ভাবে শুক্রবার রাতে পোড়াঘাটের ওই মন্দিরে চুরির ঘটনা ঘটেছে তাতে অনুমান একাধিক দুষ্কৃতী ওই কাজ করেছে। বর্ষার শুরুতেই এই চুরির ঘটনায় তাই চিন্তা বেড়েছে মঠের অধ্যক্ষদের।

এমনিতে নবদ্বীপে ছোটবড় মিলিয়ে দেড়শোরও বেশি মঠমন্দির রয়েছে। কিন্তু ছোট বা বড় যেমনই হোক এইসব দেবালয়ের অধিকাংশেই রয়েছে বহু প্রাচীন বিগ্রহ, পুঁথি, গ্রন্থ বা অন্য কোনও বহুমূল্য দ্রব্য। সারাদিন ভক্ত বা পর্যটকের ভিড় থাকলেও রাতের বেলায় বেশির ভাগ মন্দিরে দু’একজন আবাসিক ছাড়া তেমন কেউই থাকেন না। রাতে তালাবন্ধ থাকে এমন মন্দিরও আছে। এমনিতে বর্ষা বা শীতের রাতেই মন্দিরে চুরির ঘটনা বেশি ঘটে। বিভিন্ন সময়ে শহরের মঠমন্দির দুষ্প্রাপ্য মূর্তি বা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন চুরির পাশাপাশি অসংখ্য ছোটবড় চুরির ঘটনা রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই এসব চুরির কোনও কিনারা হয় না।

কয়েক বছর আগে একটানা আটমাস ধরে শহরের বিভিন্ন মন্দিরে একের পর এক চুরি হয়েছিল বিগ্রহ, অলংকার, প্রাচীন মন্দিরের মূল্যবান স্মারক। শেষে সমাজবাড়ির রূপোর আস্ত সিংহাসনই লোপাট করে দেয় চোরেরা। ২০১৪ শীতকালে এক সপ্তাহে মধ্যে তিনটি মন্দিরে বড়মাপের চুরি হয়েছিল। গত বর্ষায় একরাতে পরপর তিনটি মন্দিরে চুরির ঘটনায় শোরগোল পড়ে যায়। তারপর থেকে বড়মাপের কোনও চুরি মন্দিরে হয়নি।

তবে ছোটখাটো চুরির ঘটনা লেগেই আছে। মাস কয়েক আগে গুরু পূর্ণিমার দিনে বলদেব মন্দির থেকে চুরি হয়েছে একভক্তের স্মার্টফোন। একাধিক সাইকেল। দিনকয়েক আগে সুদর্শন মন্দিরে শ্রীহট্টের মহাপ্রভু বিগ্রহ নিয়ে উৎসবের সময় খোয়া গিয়েছে বেশকিছু বাসনপত্র। এসব বিষয়ে এখন আর পুলিশকে জানান না মঠমন্দিরের প্রধানেরা। বহু মন্দিরে বসেছে সিসিটিভি ক্যামেরা।

নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের সহসভাপতি কিশোর গোস্বামীর কথায় “মঠমন্দিরই এখন চোরেদের পছন্দের টার্গেট। ভিড় এবং নির্জনতা দুটোই চুরি করার জন্য দরকার। মন্দিরে সময় দুটোই পাওয়া যায়। যারা এসব করে তারা সবসময় নজর রাখে। ফলে আমরা ভয়ে থাকি। বিগ্রহকে তালাবন্ধ করে গরাদের মধ্যে রাখতে হয়।” খুব শীঘ্রই বলদেব মন্দিরে রুপোর সিংহাসন বসছে। ফলে মন্দির কর্তৃপক্ষের উৎকণ্ঠা বাড়ছে।

গৌড়ীয় বৈষ্ণব সমাজের কার্যকরী সভাপতি ভাগবত কিশোর গোস্বামী বলেন, “বিভিন্ন সময় দেখা গিয়েছে একেবারে কমবয়সীরা মঠ মন্দিরে ছোটখাট চুরির সঙ্গে যুক্ত হয়ে হাত পাকাচ্ছে। প্রথম থেকে এদের নজরে না রাখলে পরবর্তীতে এরাই মাথাব্যথার কারণ হয়ে ওঠে।”

পুলিশ অবশ্য জানিয়েছে যথেষ্ট গুরুত্ব দিয়ে তারা বিষয়টি দেখছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nabadwip Temple Theft নবদ্বীপ
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE