Advertisement
০৬ মে ২০২৪

এ বার লক্ষ্য পঞ্চায়েত ভোট, বার্তা শুভেন্দুর

২০১৮ সালের পঞ্চায়েত ভোটে মুর্শিদাবাদ জেলা দখলই তৃণমূলের লক্ষ্য। রবিবার রঘুনাথগঞ্জে এক অনুষ্ঠানে এসে একথা জানিয়ে দিলেন তৃণমূলের জেলা পর্যবেক্ষক, পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৬ ০১:১২
Share: Save:

২০১৮ সালের পঞ্চায়েত ভোটে মুর্শিদাবাদ জেলা দখলই তৃণমূলের লক্ষ্য। রবিবার রঘুনাথগঞ্জে এক অনুষ্ঠানে এসে একথা জানিয়ে দিলেন তৃণমূলের জেলা পর্যবেক্ষক, পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিধানসভা নির্বাচনে সাফল্যের পর এই প্রথম মুর্শিদাবাদে কোনও সভায় এলেন তিনি। রঘুনাথগঞ্জের মিঞাপুরে এদিনের সভায় হাজির ছিলেন তৃণমূলের জেলা সভাপতি মান্নান হোসেন, শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেনও।

২০১৪ সালের লোকসভা ভোটে জেলায় বিপর্যয়ের পরে মান্নান হোসেন সহ অনেক প্রতিষ্ঠিত নেতা তৃণমূলে এসেছেন। এসেছেন জাকিরও। তাঁদের হাত ধরে একাধিক গ্রাম পঞ্চায়েত আমাদের হাতে এসেছে। দলের সংগঠন শক্তিশালী হতে শুরু করে।

শুভেন্দু বলেন, ‘‘গত বছর জুন মাস থেকে লাগাতার এ জেলায় এসেছি আমি। বিধানসভায় চারটি আসন পাওয়াটাই তাই আমার কাছে বড় কথা নয়। দলের প্রাপ্ত ভোটকে ১৮ শতাংশ থেকে ৩১.৯ শতাংশে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে, এটাই মুর্শিদাবাদে বড় প্রাপ্তি আমাদের কাছে।” শুভেন্দু মনে করেন,
জেলায় সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তার জন্য বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতে হবে কর্মীদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suvendu Adhikari Panchayat election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE