Advertisement
E-Paper

দুর্ঘটনা-বিমা দেবে এনটিপিসি

এনটিপিসির ফরাক্কায় ঠিকা শ্রমিক মহল্লায় এখন খুশির হাওয়া। বৃহস্পতিবার থেকে ঠিকা শ্রমিকদের জন্য ৫ লক্ষ টাকা দুর্ঘটনা বিমা চালু করল এনটিপিসির ফরাক্কা তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ। পূর্বাঞ্চলে শুধুমাত্র ফরাক্কার জন্যই এই ব্যবস্থা চালু করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ০২:৪৬

এনটিপিসির ফরাক্কায় ঠিকা শ্রমিক মহল্লায় এখন খুশির হাওয়া।

বৃহস্পতিবার থেকে ঠিকা শ্রমিকদের জন্য ৫ লক্ষ টাকা দুর্ঘটনা বিমা চালু করল এনটিপিসির ফরাক্কা তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ। পূর্বাঞ্চলে শুধুমাত্র ফরাক্কার জন্যই এই ব্যবস্থা চালু করা হয়েছে। কর্মরত অবস্থায় কোনও ঠিকা শ্রমিক মারা বা গুরুতর জখম হলে এই বিমার সুবিধা মিলবে। এর জন্য বিমার প্রিমিয়ামের টাকাও শ্রমিকদের দিতে হবে না। তা মেটাবেন এনটিপিসি কর্তৃপক্ষ।

শ্রমিকদের জন্য এনটিপিসিতে বর্তমানে চালু সমস্ত সুযোগ সুবিধা বহাল রেখেই ‘কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি’ হিসেবে সমগ্র পূর্বাঞ্চলে এনটিপিসি শুধুমাত্র ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রেই ঠিকা শ্রমিকদের জন্য এই বিশেষ বাড়তি সুবিধা চালু করা হয়েছে।

ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের জনসংযোগ আধিকারিক শৈবাল ঘোষ জানান, এর ফলে ফরাক্কায় কর্মরত প্রায় ৪০০০ শ্রমিক উপকৃত হবেন। বৃহস্পতিবার থেকেই এই প্রকল্প কার্যকরী করা হবে।

এনটিপিসি’র এই ঘোষণায় রীতিমতো খুশি ঠিকা শ্রমিকেরা।

গত বছর মৃত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিকে কেন্দ্র করে সমস্ত দলের সংগঠনেই ভাঙন ধরে। বর্তমানে ঠিকা শ্রমিকদের প্রায় ৮০ শতাংশই তৃণমূলের ইউনিয়ন ভুক্ত।

তৃণমূল নিয়ন্ত্রিত এনটিপিসির ঠিকা শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক অমর চক্রবর্তী এই সিদ্ধান্তকে ঠিকা শ্রমিকদের আন্দোলনের জয় হিসেবেই ব্যাখ্যা করেছেন।

কর্মরত ঠিকা শ্রমিকেরা এত দিন দুর্ঘটনায় মারা গেলে তাঁদের পরিবারের লোকজন কোনও ক্ষতিপূরণ পেত‌েন না। গত বছর জুন মাসে রেকাবুদ্দিন শেখ (৫০) নামে এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয়। ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায় অন্যান্য ঠিকাকর্মীরা। দলে দলে ঠিকা শ্রমিকেরা মৃতদেহ নিয়ে রাতভর বিক্ষোভ দেখান ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে। তাদের দাবি ছিল, দুর্ঘটনায় মৃত শ্রমিকের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। পরিবারের কাউকে বিকল্প চাকরি দিতে হবে। অচল হয়ে পড়ে একাধিক ইউনিট। শেষ পর্যন্ত সে দাবি মেনে নিয়ে ক্ষতিপূরণ ও শ্রমিক পরিবারের একজনকে চাকরি দেওয়া হয় মানবিকতার কারণ দেখিয়ে।

অমর চক্রবর্তী বলেন, “কিন্তু তারপরেও আরও ৩ জন শ্রমিক দুর্ঘটনায় মারা গিয়েছেন। প্রতিবারই ক্ষতিপূরণ আদায় করতে আন্দোলনে নামতে হয়েছে। তাই বিমার ঘোষণায় সকলেই খুশি।” তাপবিদ্যুৎ কেন্দ্রের সিটুর সাধারণ সম্পাদক দিলীপ মিশ্র ঠিকা শ্রমিকদের জন্য এনটিপিসির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “শুধুমাত্র ফরাক্কার জন্য এই বিশেষ ব্যবস্থা চালু করে শ্রমিকদের দীর্ঘদিনের দাবিকে সম্মান জানিয়েছেন এনটিপিসি।’’

NTPC Accidental insurance
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy