Advertisement
২৬ এপ্রিল ২০২৪

গুগল ম্যাপ দেখে ঘরে ফেরত বৃদ্ধ

প্রায় দু’সপ্তাহ ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে গুগলের সাহায্যে খুঁজে পেল পরিবার। শুক্রবার সন্ধ্যায় ফ্রেজারগঞ্জে দশ মাইল বাসস্টপের কাছে আপন মনে বিড়বিড় করছিলেন ষাট ছুঁই ছুঁই এক বৃদ্ধ।

শান্তশ্রী মজুমদার
নামখানা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৭ ০১:০৯
Share: Save:

প্রায় দু’সপ্তাহ ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে গুগলের সাহায্যে খুঁজে পেল পরিবার।

শুক্রবার সন্ধ্যায় ফ্রেজারগঞ্জে দশ মাইল বাসস্টপের কাছে আপন মনে বিড়বিড় করছিলেন ষাট ছুঁই ছুঁই এক বৃদ্ধ। তাঁকে দেখে থমকে যান নামখানা নারায়ণীতলা ধনেশ্বর শিক্ষা সদনের প্রধান শিক্ষক জগদীশ বাকুলি। ওই বৃদ্ধের সঙ্গে কথা বলে তিনি বুঝতে পারেন, তিনি মানসিক ভারসাম্যহীন। বার বার প্রশ্ন করে জানা যায়, বৃদ্ধের নাম গোলক মণ্ডল। বাড়ি নদিয়ার ভীমপুর এলাকায়। তার পরে গুগল ম্যাপ খুলে ভীমপুর এলাকা সম্পর্কে খোঁজখবর শুরু করেন। গোলকবাবুকে নিয়ে যাওয়া হয় ফ্রেজারগঞ্জ থানায়।

জগদীশবাবু জানান, গুগলে খোঁজাখুঁজি করে শুক্রবার রাত ৮টা নাগাদ ভীমপুরের একটি হাইস্কুলে ফোন করেন তিনি। ঘটনাচক্রে, কাজের চাপ বেশি থাকায় অত রাতেও স্কুলে ছিলেন ভীমপুর হাইস্কুলের প্রধান শিক্ষক দীনবন্ধু মণ্ডল। তিনিই ফোনটি তোলেন। জগদীশবাবুকে হোয়াটস্ অ্যাপ করে ওই ব্যক্তির ছবি পাঠাতে বলেন। ছবি আসার পরে দীনবন্ধুবাবু স্থানীয় এক তৃণমূল নেতাকে সেই ছবি পাঠান। পুরাতন পাকুরগাছি এলাকায় গোলকবাবুর পরিবারের খোঁজ মেলে।

খবর পেয়ে গোলকবাবুর ভাই বনমালী ফ্রেজারগঞ্জে আসেন। তিনি জানান, গোলকবাবু বিবাহিত। ছেলে রয়েছে। বছর কুড়ি আগে সামান্য মানসিক সমস্যা দেখা গিয়েছিল তাঁর। তার পরে তিনি পরিবার নিয়ে হরিয়ানা গিয়ে দর্জির কাজ শুরু করেন। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু বছর কয়েক আগে গোলকবাবুর মানসিক সমস্যা বেড়ে যায়। প্রয়োজনীয় চিকিৎসার জন্য মাস খানেক আগে ভীমপুরের বাড়িতে ফিরেছিলেন তাঁরা। দু’সপ্তাহ আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। থানায় অভিযোগ করা হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Old man Google Map
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE