Advertisement
১৮ মে ২০২৪

পথে পুলিশি লাগাম

টুকটাক ঠাকুর দেখা শুরুই হয়ে গিয়েছে। আজ, ষষ্ঠী থেকে দর্শনার্থীর ঢল নামবে। আর, দফারফা হবে ট্র্যাফিকের।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৬ ০২:১০
Share: Save:

টুকটাক ঠাকুর দেখা শুরুই হয়ে গিয়েছে। আজ, ষষ্ঠী থেকে দর্শনার্থীর ঢল নামবে। আর, দফারফা হবে ট্র্যাফিকের।

তা যাতে না হয় তার জন্য কিছু পরিকল্পনা নিয়েছে পুলিশ-প্রশাসন। বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। কিছু রাস্তায় ‘নো-এন্ট্রি’। বিকেল থেকে বিভিন্ন রাস্তায় রিকশা, মোটরবাইক, সাইকেল, টুকটুক বা কোনও যান চলাচল করবে না।

নদিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় বা বাজারে দিনের একটি নির্দিষ্ট সময়ের জন্য ভারী বা মাঝারি পণ্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ৭-১১ এবং ১৩-১৪ অক্টোবর বিকেল ৫টা থেকে ভোর ৪টে পর্যন্ত যান নিয়ন্ত্রণ জারি থাকবে। জেলার পুলিশ সুপার শীষরাম ঝাঝারিয়া জানান, “যানজট এড়াতে ‘নো এন্ট্রি’-সহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুজোর ক’টা দিন কিছু রাস্তায় বাড়তি পুলিশ থাকবে।”

কৃষ্ণনগর শহরে ঢোকার মুখে পালপাড়া মোড়, ঘূর্ণি হালদারপাড়া, সন্ধ্যাপাড়া, কলতলা, চারগেট এবং গভর্নমেন্ট কলেজ মাঠের কাছে ‘নো এন্ট্রি’ পয়েন্ট হয়েছে। ভাতজাংলায় বাদকুল্লাগামী দূরপাল্লার বাস এবং পণ্যবাহী গাড়ি ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে পাঠানো হবে। রানাঘাটের আইসতলাতেও বাদকুল্লাগামী
বাস ও পণ্যবাহী লরি জাতীয় সড়ক দিয়ে গোরানো হবে। তবে দু’দিক থেকেই বাদকুল্লা বাজারের আগে পর্যন্ত বাস যাবে।

কালীগঞ্জে ফুলবাগান ক্রসিং থেকে শুরু করে বেথুয়াডহরি মোড়, ধুবুলিয়া বাজার, নবদ্বীপে ইদলেপুর রেলগেট, কৃষ্ণনগরের চারগেট, বাদকুল্লা মোড়, রানাঘাটে আইসতলা ক্রসিং, চাকদহে চৌরাস্তা ও শিমুরালিতে পেট্রোল পাম্পের কাছে, কল্যাণীর জোনপুর মোড় ও ইশ্বর গুপ্ত সেতু, হরিণঘাটার জাগুলি, গাংনাপুরে ঘাটিগাছা, হোগলবেড়িয়ার গোপালপুরঘাট ও তেহট্টের হাওলিয়া মোড়ে নির্দিষ্ট সময়ে ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

কৃষ্ণনগর স্ট্যান্ড থেকে করিমপুর, তেহট্ট, বেতাই, রানাবন্ধ ঘাট রুট, কৃষ্ণগঞ্জ, মাজদিয়া, বানপুর এবং কাদাডাঙা রুটের বাস ছাড়বে। মায়াপুর, কালীগঞ্জ, পলাশী, অগ্রদ্বীপ ঘাট, বীরপুর ঘাট, পাটিকাবাড়ি ঘাট, দেবগ্রাম, নবদ্বীপ ঘাট, বর্ধমান, কাটোয়া, বোলপুর ও দুর্গাপুরের বাস ছাড়বে হোলি ফ্যামিলি স্কুলের কাছে কলেজ মাঠ থেকে। হাঁসখালি, বগুলা, দত্তফুলিয়া ও বনগাঁ রুটের বাস আনন্দময়ীতলার কাছে কলতলা মোড় থেকে ছাড়বে।

মুর্শিদাবাদে কাদাইয়ের জলট্যাঙ্ক মোড় থেকে কল্পনা মোড়ের দিকে গাড়ি চলবে না। জলট্যাঙ্ক মোড় থেকে কান্দি বাসস্ট্যান্ড হয়ে কাজী নজরুল ইসলাম সরণি হয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। ডেপুটি পুলিশ সুপার (ট্র্যাফিক) বিকাশ ভাণ্ডারী বলেন, ‘‘বহরমপুরে খাগড়া ও গোরাবাজারে পৃথক ভাবে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। তার মধ্যে রানিবাগান মোড় জলট্যাঙ্ক, নাটাতলা মোড়, স্টেশন রোডে বিবেকানন্দ মূর্তি মোড়, স্বর্ণময়ী বিএসএনএল অফিসের কাছে বাঁশের ব্যারিকেড করে যান নিয়ন্ত্রণ হচ্ছে।’’

বহরমপুরের খাগড়া বান্ধব প্রেসের মোড় থেকে ডান দিকে সুনীতা এবং বাঁয়ে ইন্দ্রপ্রস্থের দিকে যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে। মোল্লাগেড়ের ধার থেকে সমস্ত গাড়ি ইন্দ্রপ্রস্থের অমর চক্রবর্তী রোড এবং পিলখানা রোড দিয়ে জাতীয় সড়কে যেতে পারবে। সৈয়দাবাদের দিক থেকে গোপালঘাট মোড় পর্যন্ত গাড়ি চললেও খাগড়া চৌরাস্তা মোড় পর্যন্ত যেতে পারবে না। গোপালঘাটের মোড় থেকে ডান দিকে ঘুরিয়ে দেওয়া হবে। গোপাল ঘাট মোড় থেকে বাঁ দিকে ভাগীরথীর পাড় বরাবর ফরাসডাঙা রিং রোড হয়ে ঝাউখোলা মোড় পর্যন্ত যাওয়া যাবে। আবার মধুপুর বাজার থেকে ঝাউখোলা পর্যন্ত যান চলাচলেও নিষেধাজ্ঞা রয়েছে। দুর্ভোগে পড়লে পুলিশের কন্ট্রোল রুমের নম্বর—২৫০০৯৯/২৫৩৮০১।

ঠাকুর দেখার ভিড়েও রাস্তা সচল রাখার পাক্কা পাঁচ দিনের পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

police crowd
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE