Advertisement
০৫ মে ২০২৪
Pradhan Mantri Awas Yojana

অযোগ্যদের তালিকা চেয়ে উত্তেজনা গ্রামে

বিক্ষোভকারীদের অভিযোগ, আবাস যোজনায় প্রকৃত গরিব মানুষের নাম নেই। যাঁরা এক বার ঘর পেয়েছেন, যাঁদের পাকা বাড়ি রয়েছে, তাঁদের নাম রয়েছে।

পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ। বৃূহস্পতিবার। নিজস্ব চিত্র

পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ। বৃূহস্পতিবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
হরিণঘাটা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ০৮:০০
Share: Save:

আবাস যোজনার নামের তালিকা নিয়ে বৃহস্পতিবার সকালে হরিণঘাটার বিরহী ১ পঞ্চায়েতে উত্তেজনা ছড়াল। এ দিন পঞ্চায়েতের সামনে স্থানীয় বাসিন্দাদের অনেকেই জমায়েত হয়ে আবাস যোজনার তালিকা পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখান। সেই তালিকা না-পেয়ে জাতীয় সড়ক অবরোধের প্রস্তুতি নেন। তবে তার আগেই পুলিশ পরিস্থিতি সামাল দেয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, আবাস যোজনায় প্রকৃত গরিব মানুষের নাম নেই। যাঁরা এক বার ঘর পেয়েছেন, যাঁদের পাকা বাড়ি রয়েছে, তাঁদের নাম রয়েছে। এই নিয়ে আগেই তাঁরা বিক্ষোভ দেখিয়েছিলেন। তখন প্রশাসনের আধিকারিকরা ক্ষোভের মুখে পড়ে জানান, সমীক্ষায় কাদের নাম বাদ গিয়েছে সেই তালিকা পঞ্চায়েতে টাঙানো হবে বা বিক্ষোভকারীদের দেওয়া হবে। ঠিক হয়, গত ২০ ডিসেম্বর তালিকা দেওয়া হবে। তবে তা দেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে খবর, তারই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ পঞ্চায়েতের সামনে জড়ো হতে থাকেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ-প্রশাসন ঘটনাস্থলে চলে আসে। পুলিশের সঙ্গে কেউ কেউ বচসায় জড়িয়ে পড়েন। বিক্ষোভকারীরা জাতীয় সড়ক অবরোধের প্রস্তুতি নিতে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার হরিণঘাটা বিধানসভার ৪৬ নম্বর মণ্ডলের আহ্বায়ক রবীন্দ্রনাথ দত্ত ও সহ-সভাপতি প্রশান্ত বিশ্বাসকে আটক করে পুলিশ ভ্যানে তোলে। তখন বিক্ষোভকারীরা পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়।

তবে বিক্ষোভকারীরা অযোগ্যদের নামের তালিকা ব্লক প্রশাসন থেকে পেয়েছেন বলে জানান। রবীন্দ্রনাথ দত্ত বলেন, ‘‘যাঁদের নাম ঘর পাওয়ার তালিকায় আছে, আগামী ২৭ তারিখে সেই তালিকা পাওয়ার কথা আছে।’’

হরিণঘাটার বিডিও অনির্বাণ মজুমদার বলেন, ‘‘বিজেপির তরফ থেকে আবাস যোজনার নামের তালিকা পাওয়ার জন্য আবেদন করেছিল। বৃহস্পতিবার সমীক্ষায় যাঁদের নাম বাদ গিয়েছে, সেই তালিকা দেওয়া হয়েছে। যাঁরা ঘর পাবেন সেই তালিকা আগামীতে দেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pradhan Mantri Awas Yojana haringhata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE