Advertisement
২০ মে ২০২৪

বিজ্ঞান দিবস পালন বেলডাঙায়

আইইইই ফটোনিক্স সোসাইটির কলকাতা শাখার উদ্যোগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেডিও ফিজিক্স ও ইলেকট্রনিক্স বিভাগের সহযোগিতায় জাতীয় বিজ্ঞান দিবস পালিত হল। শনিবার বেলডাঙার হরেকনগর এএম ইনস্টিটিটিউশনে চলল নানা আলোচনা। বহরমপুর ও বেলডাঙার বারোটি স্কুলের বিজ্ঞান শাখার শ’দেড়েক পড়ুয়াকে হাতেকলমে বিজ্ঞান ভাবনার পাঠ দেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা
বেলডাঙা শেষ আপডেট: ১৮ মে ২০১৫ ০১:৫৪
Share: Save:

আইইইই ফটোনিক্স সোসাইটির কলকাতা শাখার উদ্যোগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেডিও ফিজিক্স ও ইলেকট্রনিক্স বিভাগের সহযোগিতায় জাতীয় বিজ্ঞান দিবস পালিত হল। শনিবার বেলডাঙার হরেকনগর এএম ইনস্টিটিটিউশনে চলল নানা আলোচনা। বহরমপুর ও বেলডাঙার বারোটি স্কুলের বিজ্ঞান শাখার শ’দেড়েক পড়ুয়াকে হাতেকলমে বিজ্ঞান ভাবনার পাঠ দেওয়া হয়। কী ভাবে ক্যালকুলেটর কাজ করে, আগুন লাগলে স্বয়ংক্রিয় যন্ত্রে কোন প্রযুক্তির কারণে সাইরেন বেজে ওঠে তা শেখানো হয় পড়ুয়াদের। অধ্যাপক প্রশান্তকুমার বসু, জেবি রায় ও গোপা সেন অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন। এএম ইনস্টিটিটিউশনের প্রধান শিক্ষক মহম্মদ সেলিম বলেন, ‘‘জাতীয় বিজ্ঞান দিবসকে স্মরণ করতেই এই আয়োজন। স্কুলের প্রাক্তন কৃতী ছাত্র, বিশিষ্ট অধ্যাপকরা ছাড়াও ছয় গবেষক-পড়ুয়া এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE