মঙ্গলবার মধ্যরাত থেকে অচল পাঁচশো-হাজার টাকার নোট। বিপাকে পড়ছেন ছোটবড় ব্যবসায়ী, গৃহস্থ সকলেই। সোসাল মিডিয়ায় ঝড় উঠেছে নোট বাতিলকে কেন্দ্র করে। তার আঁচও পড়ল কৃষ্ণনগরের ঘট বিসর্জনের শোভাযাত্রায়। সব্জিওয়ালা হাত জোড় করে ফিরিয়ে দিচ্ছে পাঁচশো টাকার নোট, কোনও ট্যাবলোয় আবার ‘আতঙ্কিত’ না হওয়ার বার্তা।
ঘট বিসর্জন কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর অন্যতম বৈশিষ্ট্য। বিসর্জনের দিন সকালে বিভিন্ন বারোয়ারি নানা রকম ট্যাবলোয় সজ্জিত শোভাযাত্রা সহকারে কদমতলা ঘাটে যায় পুজোর ঘট বিসর্জন দিতে। আর সেই ঘট বিসর্জনকে ঘিরে বিভিন্ন বারোয়ারির মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে বেশ কয়েক বছর ধরে।
নিত্যনতুন বিষয় ভাবনা আর সৃজনশীলতায় পরস্পরকে টেক্কা দিতে চায়। আর সেই তালিকায় উঠে এসেছে জমি আন্দোলন থেকে শুরু করে, কাশ্মীরের জঙ্গি হামলা, সন্ত টেরিজা, নির্মল বাংলা, কন্যাশ্রী এমনকী সেই তালিকায় ঠাঁই করে নিয়েছে সুদূর ব্রাজিলের নেইমারও। ফুটবল পায়ে সেও হাজির ঘট বিসর্জনে। কোনও বারোয়ারি আবার সোচ্চারে জানিয়ে দিয়েছে জোর করে জমি অধিগ্রহণ করা চলবে না।