অ্যাডমিট কার্ডে স্ত্রীর বদলে পুরুষের পরিচয়! তার জেরেই কনস্টেবল নিয়োগের পরীক্ষায় বসতে পারলেন না এক তরুণী। পরীক্ষা কেন্দ্রের সামনেই ভেঙে পড়লেন কান্নায়। মুর্শিদাবাদের শমসেরগঞ্জের ঘটনা।
আরও পড়ুন:
রবিবার কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা ছিল। শমসেরগঞ্জ থানা এলাকার পঞ্চগ্রাম আইএসএ হাইস্কুলে পরীক্ষার আসন পড়েছিল টুম্পা মার্জিতের। সুদূর খড়গ্রামের ঝিল্লি অঞ্চল থেকে পরীক্ষা দিতে এসেছিলেন তিনি। কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকতেই দেওয়া হল তাঁকে। স্কুলের ভেনু ইনচার্জ থেকে প্রশাসনিক কর্তাদের জানিয়েও লাভ হল না। স্কুলের দরজায় দাঁড়িয়েই কান্নায় ভেঙে পড়েন টুম্পা।