গুলি করে বন্ধুকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। রবিবার সকালে পলাশি-বেতাই সড়কে বিডিও অফিস মোড়ে ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, নিহতের নাম সুভাষ বিশ্বাস (৪৫)। তিনি কয়লার ব্যবসা করতেন। বাড়ি পলাশিপাড়ার বিজয়নগরে। প্রাক্তন সিআরপিএফ জওয়ান বিভাস বিশ্বাস খুব কাছ থেকে তাঁকে গুলি করে বলে অভিযোগ। রাত পর্যন্ত পুলিশ তাকে ধরতে পারেনি। তাকে ধরার দাবিতে এলাকাবাসী পলাশি-বেতাই রাস্তা অবরোধ করেন। আটকে রাখা হয় মৃতদেহও। তাকে গ্রেফতার করার আশ্বাস দেওয়া হলে অবরোধ ওঠে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ নিজের বাড়ি থেকে কিছুটা দূরে পলাশি-বেতাই সড়কে একটি সারের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন সুভাষ। একটি মোটরবাইকে দু’জন এসে পকেট থেকে পিস্তল বের করে খুব কাছ থেকে গুলি চালায়। পরপর দু’টি গুলি তাঁর বুকে লাগে। সুভাষ ঘটনাস্থলেই পড়ে যান। পলাশিপাড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সুভাষ এলাকায় ভাল মানুষ বলেই পরিচিত ছিলেন। মানুষের আপদে-বিপদে পাশে দাঁড়াতেন। বিভাসের সঙ্গেও তাঁর সম্পর্ক ভাল ছিল। ফলে, সে কেন গুলি করতে যাবে, তা স্পষ্ট নয়। গ্রামবাসীদের একাংশের সন্দেহ, বিভাসের স্ত্রীর সঙ্গে সুভাষের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তারই জেরে সাতসকালে রাস্তার উপরে এ ভাবে খুন।
স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত বিভাস প্রাক্তন সিআরপিএফ জওয়ান। আট-দশ বছর আগে চাকরি থেকে অবসর নিয়ে এখন ব্যবসা করছিল। সুভাষের সঙ্গে তার মেলামেশা ছিল। সুভাষের দাদা স্বপন বিশ্বাসের অভিযোগ, বিভাসদের পরিবার নানা সমাজবিরোধী কাজে জড়িত। কিন্তু পলাশিপাড়া থানা তাদের বাড়িতেই ভাড়ায় থাকায় পুলিশের সঙ্গে তাদের সুসম্পর্ক রয়েছে। তার উপরে বিভাসের ভাই তৃণমূলের অঞ্চল সভাপতি। সেই কারণেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ গড়িমসি করছে।