Advertisement
১৮ মে ২০২৪
arrest

চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নিয়ে জাল নিয়োগপত্র! নদিয়ায় গ্রেফতার শিক্ষক

রানাঘাট পুলিশ জেলার সুপার কে. কন্নন বলেন, ‘‘অভিযুক্তকে বেশ কিছু দিন ধরে খোঁজা হচ্ছিল। পুলিশ হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসা করা হবে।’’

পুলিশের জালে শিক্ষক।

পুলিশের জালে শিক্ষক। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণগঞ্জ শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৩ ২৩:২৮
Share: Save:

ভুয়ো নিয়োগপত্র দেওয়া ও নিয়োগের নামে ৬ লক্ষ ৮৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশের জালে এক শিক্ষক। অভিযুক্ত শিক্ষকের নাম কমলেন্দু রায়। তাঁর বাড়ি নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার বানপুর। ধৃতকে শনিবার আদালতে হাজির করানো হলে বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। রানাঘাট পুলিশ জেলার সুপার কে. কন্নন বলেন, ‘‘অভিযুক্তকে বেশ কিছু দিন ধরে খোঁজা হচ্ছিল। পুলিশ হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসা করা হবে।’’

পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার খড়দা থেকে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ শিক্ষক কমলেন্দু রায়কে গ্রেফতার করে। গত ৬ মাস আগে প্রাথমিক বিদ্যালয় চাকরি দেওয়ার নাম করে সুমন ঘোষ নামে এক যুবকের কাছ থেকে ৬ লক্ষ ৮৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে কমলেন্দু। দাবি, টাকা নেওয়ার কিছু দিন পর ওই যুবককে প্রথমে স্বাস্থ্য দফতরের একটি জাল নিয়োগপত্রও দেওয়া হয়। পরে দেওয়া হয় প্রাথমিক শিক্ষকের চাকরির জাল নিয়োগপত্র। এর পরেই গত ২২ জুলাই কমলেন্দুর বিরুদ্ধে কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন সুমন।

সুমন বলেন, ‘‘তিন দফায় আমার থেকে মোট ৬ লক্ষ ৮৫ হাজার টাকা নিয়েছিলেন কমলেন্দু। শর্ত ছিল, প্রাথমিক বিদ্যালয়ের চাকরি দেবেন। দু’বার জল নিয়োগপত্র দিয়ে গা ঢাকা দেন উনি। আমি শাস্তি চাই এবং টাকা ফেরত চাই।’’ কমলেন্দুর দাবি, ‘‘আমাকে ফাঁসানো হচ্ছে। আদালতে আমি নিজেকে নির্দেশ প্রমাণ করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arrest Fraud Teacher
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE