Advertisement
১০ মে ২০২৪

লঙ্কাগুঁড়ো ছিটিয়ে কেপমারি দশ লক্ষ

তরুণ খাঁ নামে ওই ব্যবসায়ীর দাবি, তাঁর কাছ থেকে ১০ লক্ষ ১০ হাজার টাকা ছিনতাই হয়েছে। যদিও রাত পর্যন্ত তা উদ্ধার হয়নি। পুলিশ কাউকে ধরতেও পারেনি। স্থানীয় একটি চক্ষু হাসপাতালে তরুণের চোখ দেখানো হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
রানাঘাট শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৭ ০১:১৫
Share: Save:

মিশন রোডে ছিনতাইয়ের পরে দু’ঘণ্টাও পেরোয়নি। দিনেদুপুরে ব্যবসায়ীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনিয়ে পালাল কেপমার।

তরুণ খাঁ নামে ওই ব্যবসায়ীর দাবি, তাঁর কাছ থেকে ১০ লক্ষ ১০ হাজার টাকা ছিনতাই হয়েছে। যদিও রাত পর্যন্ত তা উদ্ধার হয়নি। পুলিশ কাউকে ধরতেও পারেনি। স্থানীয় একটি চক্ষু হাসপাতালে তরুণের চোখ দেখানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে রানাঘাট শহরের ছোটবাজার চারমাথার মোড়ে ঘটনাটি ঘটে যায়। স্বামী বিবেকানন্দ সরণীতে আইসক্রিমের বড় কারবার তরুণের। তাঁর অধীনে সাত জন ডিস্ট্রিবিউটর রয়েছেন। তাঁরা আইসক্রিম বিক্রি করে তরুণকে টাকা দিয়ে যান। তিনি সেই টাকা তিনি ব্যাঙ্কে জমা করেন।

তরুণ জানান, পুজোর কয়েক দিনে ভাল বেচাকেনা হয়েছে। সব টাকা তাঁর কাছেই ছিল। দুপুর ২টো নাগাদ ব্যাগে টাকা নিয়ে তিনি মোটরবাইকে বাড়ি থেকে খানিকটা দূরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে যাচ্ছিলেন। মাঝপথে হেলমেটে মুখ ঢেকে উল্টো দিক থেকে বাইকে আসা এক জন তাঁর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয়। তরুণ বাইক নিয়ে ছিটকে পড়েন। তাঁর টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। তরুণের চিৎকারে লোকজন ছুটে আসেন। তারাই তাঁর চোখে জল দেন, বাড়িতে খবর দেন।

তরুণের ছোট ভাই তাপস খাঁ বলেন, “খবর পেয়ে গিয়ে দেখি, দাদা রাস্তার ধারে হাউহাউ করে কাঁদছে। একটু দূরে মোটরবাইক পড়ে রয়েছে। দাদা কিছু বলতে পারছিল না। সেখান থেকেই দাদাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। পুলিশে খবর দিই। দাদা কিছুটা সুস্থ হওয়ার পরে রাতে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।”

দুপুর ১২টা নাগাদ মিশন রোডে এক যুবকের মাথায় আগ্নেয়াস্ত্রের বাড়ি মেরে গুলি ছুড়ে ৪৫ লক্ষ টাকা লুঠের ঘণ্টাখানেকের মধ্যে তিন জনকে ধরে ফেলে। টাকাও পাওয়া গিয়েছে। এ ক্ষেত্রেও দুষ্কৃতী এবং খোয়া যাওয়া টাকার খোঁজে তল্লাশি চলছে বলে রানাঘাট থানা জানিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Steal Thief Chili Powder
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE