ছেলে-বউমাদের কথামতো তাঁদের নামে লিখে দেননি কম-বেশি চারকাঠা জমির উপর নির্মিত বসত-ভিটে। তাতেই বাবার উপর ক্ষুব্ধ তিন ছেলে। অশান্তি, মারধর, রক্তপাত থেকে তা শেষ পর্যন্ত থানা-পুলিশে গড়ায়। কিন্তু তবুও টলানো যায়নি বাবাকে। বৃদ্ধ ওই দম্পতিকে মারধরের অভিযোগে হাজতবাসও করেছে ছেলেরা। তার পরেই বাবা-মাকে ‘উচিত শিক্ষা’ দিতে বাড়ির একাধিক ঘরে তালা লাগিয়ে অন্যত্র চলে গিয়েছেন তিন ছেলে। নবদ্বীপের স্বরূপগঞ্জ পঞ্চায়েতের চরস্বরূপগঞ্জের বাসিন্দা ওই বৃদ্ধ বাবা-মায়ের আশ্রয় এখন বাড়ির বারান্দা।
অভিযোগ, গত প্রায় আট মাসেরও বেশি সময় ধরে এ ভাবেই নরেশচন্দ্র বিশ্বাস এবং তাঁর স্ত্রী কাজলি বিশ্বাস নিজের বাড়িতে পরবাসী জীবনযাপন করছেন। আপাতত, বাড়ির বারন্দায় এক ছেলের ভরসায় দিন কাটছে বৃদ্ধ দম্পতির। খাওয়া জুটছে মেজ ছেলের কাছ থেকেই। সম্প্রতি নিজের বাড়ির তালা খুলে দেওয়ার জন্য কৃষ্ণনগরে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আদালতের শরণাপন্ন হয়েছেন কাজলি এবং তাঁর স্বামী।
বৃদ্ধ নরেশচন্দ্র বিশ্বাসের বয়স নব্বই ছুঁই-ছুঁই। তাঁর সত্তরোর্ধ্ব স্ত্রী কাজলিদেবীর অভিযোগ, ছেলে-বউমারা বাড়ি লিখে দেওয়ার জন্য দীর্ঘ দিন চাপ দিয়েছে। কিন্তু তাঁরা রাজি হননি বলে তাঁদের উপরে গত তিন বছর ধরে চলছে অকথ্য অত্যাচার। যার চূড়ান্ত পরিণতি বাবা-মাকে বাইরে বার করে ঘরে তালা দিয়ে বাড়ি ছেড়েছেন ছেলেরা। নরেশচন্দ্র বিশ্বাসের চার ছেলে। এক সময়ে নিজে হকারি করে সংসার চালাতেন। বয়সের সঙ্গে ক্রমশ ছেলেদের উপর নির্ভরশীল হয়ে পড়েন নরেশবাবু এবং তাঁর স্ত্রী। কাজলির অভিযোগ, “আমার স্বামীর রোজগার বন্ধ হতেই ছেলেরা ক্রমাগত চাপ দিতে থাকে বাড়ি লিখে দেওয়ার জন্য। কিন্তু শেষ জীবনের সম্বল হাতছাড়া করতে চাইনি আমরা। সেই শুরু হয় অত্যাচার।”