ফকিরপাড়া জুনিয়র ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে একাদশতম বছরের লালগোলা চ্যালেঞ্জ কাপ জিতল চামাপাড়া টাইগার সঙ্ঘ। প্রতিযোগিতার সেরা নির্বাচিত হলেন চামাপাড়া টাইগার সঙ্ঘের আসিফ ইকবাল। ফাইনাল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হন ফকিরপাড়া জুনিয়র ক্লাবের সুব্রত বালা। সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন ফকিরপাড়া জুনিয়র ক্লাবের মাসুদ আলম। ফেয়ার প্লে পুরস্কারে ভূষিত করা হয় দেশওয়ালিপাড়া পল্লিমঙ্গল সমিতিকে। আয়োজক সংস্থা ‘লালগোলা সঞ্জীবন’-এর সম্পাদক উত্তম জৈন জানান, সব্যসাচী মিত্র উইনার্স কাপ দেওয়া হয় চামাপাড়া টাইগার সঙ্ঘকে। অজিতকুমার রানার্স কাপ জেতে ফকিরপাড়া জুনিয়র ক্লাব। এ দিন খেলা দেখতে ভিড় উপচে পড়ে।