Advertisement
E-Paper

জোড়া বার্তা দিতে চেয়ে পাল্টা মিছিল তৃণমূলের

সন্ন্যাসিনীকে ধর্ষণের প্রতিবাদও হল, আবার মুখ্যমন্ত্রীকে বিক্ষোভের মুখে ফেলার সমালোচনাও। মঙ্গলবার রানাঘাটে মিছিল করে তৃণমূল এই জোড়া ‘বার্তা’ দিয়েছে বলে দাবি করেছেন দলের জেলা-নেতারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৫ ০৩:০৭
রানাঘাটে তৃণমূলের মিছিল। ছবি: সুদীপ ভট্টাচার্য।

রানাঘাটে তৃণমূলের মিছিল। ছবি: সুদীপ ভট্টাচার্য।

সন্ন্যাসিনীকে ধর্ষণের প্রতিবাদও হল, আবার মুখ্যমন্ত্রীকে বিক্ষোভের মুখে ফেলার সমালোচনাও। মঙ্গলবার রানাঘাটে মিছিল করে তৃণমূল এই জোড়া ‘বার্তা’ দিয়েছে বলে দাবি করেছেন দলের জেলা-নেতারা।

রানাঘাটে বিক্ষোভের মুখে পড়ে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষিপ্ত হন সিপিএম-বিজেপির উপরে। মঙ্গলবার বিকেলে তৃণমূলের প্রতিবাদ মিছিলে ‘সিস্টার তুমি ভাল থেকো’, ‘মাতৃ ধর্ষকদের ফাঁসি চাই’-এর মতো প্ল্যাকার্ড, ফ্লেক্স যেমন ছিল, তেমনই চোখে পড়েছে, ‘মাননীয় মুখ্যমন্ত্রীকে যারা হত্যা করার চক্রান্ত করেছে, তাদের জানাই ধিক! ধিক! ধিক!’, ‘বিজেপি ও হার্মাদ অশুভ আঁতাঁত ধ্বংস হোক’ কিংবা ‘বাংলার মানুষ জানে যে আন্দোলনের নেত্রী কে’র মতো পোস্টারও। কিছু প্ল্যাকার্ডে আবার ছিল জাতীয় সড়ক ও রেল অবরোধ নিয়ে কটাক্ষও। সোমবার মমতাকে ঘিরে বিক্ষোভের সময় জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছিল। এ দিন তৃণমূল কর্মীদের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘জাতীয় সড়ক, রেল অবরোধ/ জনগণের শ্বাসরোধ’। যদিও ঘটনা হল, এ দিন তৃণমূলের মিছিলের জেরেও কিন্তু অবরুদ্ধ হয়েছে ৩৪ নম্বর জাতীয় সড়ক!

কল্যাণী ও রানাঘাট মহকুমার বিভিন্ন জায়গা থেকে গাড়ি বোঝাই করে তৃণমূল কর্মীরা এ দিন দুপুর থেকে রানাঘাট বাসস্ট্যান্ড ও রানাঘাট কলেজ চত্বরে জড়ো হতে শুরু করেন। বিকেল ৫টা নাগাদ কলেজ চত্বর থেকে বেরিয়ে মিশন গেট, চাবি গেট, ছোট বাজার হয়ে মিছিল শেষ হয় বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে।

তৃণমূল জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, “দিল্লিতে একের পর এক চার্চ পোড়ানো, বাম আমলে মালিয়াপোতায় চার্চে হামলার মতো ঘটনা মানুষকে মনে করিয়ে দিতে চাই। আমাদের নেত্রী যখন বুক দিয়ে এ ধরনের হামলার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, তখন রানাঘাটে তাঁকে যারা অপমান করার চেষ্টা করল এই মিছিলের মধ্যে দিয়ে তাদের একটা বার্তা দিলাম। আর সেই সঙ্গে মিশনারি স্কুলে যারা হামলা চালিয়েছে তাদের ফাঁসির দাবি জানিয়েছি।”

কিন্তু শাসক দলের মিছিলেই তো প্ল্যাকার্ড দেখা গেল, ‘দোষীদের ফাঁসি চাই, ঘৃণ্য রাজনীতির ঠাঁই নাই’? গৌরীবাবুর বক্তব্য, “আমরা রাজনীতি চাই না বলেই এত দিন কিছু করিনি। কিন্তু মুখ্যমন্ত্রীর উপরে যারা হামলা করার মতলবে ছিল, তাদের বার্তা দেওয়াটা জরুরি ছিল।” এই মন্তব্য শুনে অবাক এলাকাবাসীর একটা বড় অংশ। তাঁদের বক্তব্য, শুক্রবার রাতে সন্ন্যাসিনীর উপরে অত্যাচারের পর থেকেই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করেছেন শহরবাসী। তৃণমূল এত দিন চুপচাপই ছিল। মুখ্যমন্ত্রী বিক্ষোভের মুখে পড়তেই সরব হয়ে উঠেছে তাঁর দল।

তবে রানাঘাট-কাণ্ডের প্রতিবাদ শুধু শাসক দলের মিছিলেই সীমাবদ্ধ ছিল না। রানাঘাট মিশন গেট ব্যবসায়ী সমিতি ব্যবসা বন্ধের ডাক দেওয়ায় এ দিন সকাল থেকেই দোকানপাট বন্ধ ছিল। এলাকার বিভিন্ন চার্চ ও খ্রিস্টান সংগঠনগুলির প্রতিনিধিরা স্কুল হয়ে হাসপাতালে যান বৃদ্ধা সন্ন্যাসিনীর সঙ্গে দেখা করতে। হাসপাতাল সূত্রের খবর, তিনি এখন আগের থেকে ভাল আছেন। মানসিক বিপর্যয়ও অনেকটা কাটিয়ে উঠেছেন।

‘ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি কমিশন’-এর চেয়ারপার্সন মারিয়া ফার্নান্ডেজ-সহ তিন জনের প্রতিনিধি দল রানাঘাটের স্কুল ও হাসপাতালে যান। মারিয়ার দাবি, “বিজেপি ক্ষমতায় আসার পর থেকে এই ধরনের অপরাধ বেড়েছে। যা দেখে গেলাম, তা মুখ্যমন্ত্রীকে জানাব।” বিকেল ৪টে নাগাদ যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক ছাত্রছাত্রী স্কুলের সামনে জড়ো হন। স্কুলের পড়ুয়াদের সঙ্গে তাঁরা কথা বলেন।

রানাঘাট-কাণ্ডের প্রতিবাদে এ দিন দুপুরে হাওড়ার উলুবেড়িয়ার নিমদিঘিতে মুম্বই রোড অবরোধ করে বিজেপি। কলকাতা যাওয়ার পথে সেই অবরোধে প্রায় মিনিট পনেরো আটকে পড়েন কারামন্ত্রী হায়দর আজিজ স্বফি। অবরোধকারীদের সঙ্গে তাঁর এক প্রস্ত বচসাও হয়। পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। মন্ত্রী অবশ্য বলেন, “আমার সঙ্গে বচসা হয়নি। জাতীয় সড়ক অবরোধ বেআইনি। সে কথাই ওদের বুঝিয়ে বললাম।”

আজ, বুধবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপির মহিলা মোর্চা। রানাঘাট-কাণ্ডের প্রতিবাদে আজই কলকাতায় রডন স্ট্রিট থেকে এন্টালি বাজার পর্যন্ত মোমবাতি-মিছিল করার কথা বামফ্রন্টের। বামপন্থী মহিলা সংগঠনগুলি কলেজ স্কোয়ার থেকে লেনিন সরণির গির্জা পর্যন্ত আলাদা মিছিল করবে। বিকেলে বামপন্থী ছাত্র ও যুব সংগঠনগুলি রাস্তা অবরোধে নামবে বলে জানান ডিওয়াইএফের রাজ্য সভাপতি সায়নদীপ মিত্র। কাল, বৃহস্পতিবার বিকেলে বামফ্রন্ট রাজ্যের সর্বত্র পথে অবস্থান করে বিক্ষোভ দেখাবে।

ranaghat convent nun gang rape case mother superior tmc rally
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy