Advertisement
০৮ মে ২০২৪

রাতের শিফট-এ আপত্তি, বিক্ষোভ

রাতের ‘শিফট’-এ কাজ না করার দাবি তুলে বিক্ষোভ দেখালেন মুর্শিদাবাদের আয়েসবাগ-ফুলবাগানের সারদা জুটমিলের মহিলা শ্রমিকরা। শনিবার বিএমএস (ভারতীয় মজদুর সঙ্ঘ) ও বিজেপির নেতৃত্বে শতাধিক মহিলা ওই চটকলের সামনে বিক্ষোভ দেখান। খবর পেয়ে পুলিশ এসে আগামী শুক্রবারের মধ্যে বিষয়টি নিয়ে মালিক, শ্রমিক ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে বসার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৫ ০১:৪১
Share: Save:

রাতের ‘শিফট’-এ কাজ না করার দাবি তুলে বিক্ষোভ দেখালেন মুর্শিদাবাদের আয়েসবাগ-ফুলবাগানের সারদা জুটমিলের মহিলা শ্রমিকরা। শনিবার বিএমএস (ভারতীয় মজদুর সঙ্ঘ) ও বিজেপির নেতৃত্বে শতাধিক মহিলা ওই চটকলের সামনে বিক্ষোভ দেখান। খবর পেয়ে পুলিশ এসে আগামী শুক্রবারের মধ্যে বিষয়টি নিয়ে মালিক, শ্রমিক ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে বসার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। এ দিকে, এ দিনের ওই বিক্ষোভের ফলে সকালের দিকে চটকলের কাজ বন্ধ হয়ে যায়। পরে পুলিশের মধ্যস্থতায় দুপুর থেকে ফের চটকল চালু হয়। আপাতত, রাতের শিফট সাত দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

এ দিনের আন্দোলনের নেতৃত্বে ছিলেন বিজেপি-র রাজ্য কমিটির সদস্য রণজিত্‌কুমার দাস। তিনি জানান, মাস সাতেক আগে রাতের শিফটে কর্মরত এক মহিলা শ্রমিকের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা ঘটে। তারপর থেকে রাতের শিফট বন্ধ করে দেওয়া হয়। শনিবার থেকে ফের রাতের শিফট চালু করার কথা ছিল। তিনি বলেন, ‘‘নিরাপত্তার কারণে রাতের শিফটে মহিলাদের কাজ করানো চলবে না। সেই দাবিতে আমরা আন্দোলনে নেমেছি।” যদিও দুর্ব্যবহারের কথা মানতে নারাজ মালিক কর্তৃপক্ষ। ওই মিলের মালিক প্রদীপ অগ্রবাল বলেন, “এমন কোনও ঘটনাই ঘটেনি। রাজনৈতিক কারণে মহিলা শ্রমিকের সঙ্গে দুর্ব্যবহারের মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।” তিনি আরও বলেন, “লোকসান কমাতে রাতের শিফটের কাজ সাময়িক ভাবে বন্ধ ছিল।’’ পরে লাভজনক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য চটকলের পরিকাঠামো উন্নত করা হয়েছে। নতুন একটি ইউনিটও গড়া হয়েছে। দিন দশেকের মধ্যে ওই নতুন ইউনিট চালু হওয়ার কথা। নতুন ইউনিট চালু করতে অন্তত ৫০০ শ্রমিকের প্রয়োজন। স্থানীয় এলাকা থেকে সেই সব শ্রমিক নেওয়া হবে বলে তিনি জানান। এমন সময়ে মিথ্যা বদনাম দিয়ে রাতের শিফটে মহিলা শ্রমিকদের কাজ বন্ধ করে দেওয়া হলে ভবিষ্যতে চটকলের অস্তিত্ব সঙ্কটে পড়তে পারে বলে আশঙ্কা তাঁর। লালবাগ মহকুমা শাসক প্রবীর চট্টোপাধ্যায় বলেন, ‘‘ঘটনাটি কানে এসেছে। লেবার কমিশনের সঙ্গে কথা বলে বিষয়টি মিটমাটের চেষ্টা করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE