মোটা টাকার হাতছানিতে মনে হয়েছিল এত দিনের দুরবস্থা ঘুচল। এজেন্টের ডাকে সাড়া দিয়ে তাই পলাশিপাড়া, তেহট্ট, শান্তিপুর থেকে জনা সাতেক যুবক পভেসে পড়েছিলেন মালয়েশিয়ায়।
কিন্তু সে দেশে গিয়ে তাঁরা বুঝেছিলেন, সবটাই ‘ধাপ্পা’। মোটা মাইনে দূরের কথা, প্রতি মাসে সামান্য মাইনেটাও জুটছে না তাদের।
ফেরার যে তোড়জোড় করবেন, সে উপায়ও নেই। কারণ, তাঁদের পাসপোর্ট আটকে রেখেছে মালেয়শিয় মালিক। শেষতক তাই রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছিলেন সাত শ্রমিক। কোনওক্রমে আশ্রয় জুটিয়েছিলেন ভারতীয় দূতাবাসে। সেখানে প্রায় মাসখানেক গৃহবন্দি থাকার পরে গত ১৮ ফেব্রুয়ারি তাঁরা দেশে ফেরেন।