ভরদুপুরে ভাগীরথী সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে ফের আত্মহত্যার চেষ্টা এক যুবকের। মুর্শিদাবাদের জঙ্গিপুরের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বর্ষায় জলস্তর বেশি থাকায় নিমেষে তলিয়ে যান যুবক। কর্তব্যরত ট্র্যাফিক ও বিপর্যয় মোকাবিলা দল তৎক্ষণাৎ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। এখনও পর্যন্ত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। এই নিয়ে গত তিন মাসে জঙ্গিপুরে ভাগীরথী সেতু থেকে জলে ঝাঁপ দিয়ে আটটি আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটল।
গত ১ মে সকালে জঙ্গিপুরে সেতু থেকে ভাগীরথী নদীতে কোলের বছর দেড়েকের শিশুকে ছুড়ে ফেলে আত্মহত্যার চেষ্টা করেন মা। আরও একটি ঘটনায় একটি অটোতে করে সম্মতিনগর থেকে সেতু দিয়ে রঘুনাথগঞ্জে যাচ্ছিলেন দুই তরুণ-তরুণী। সেতুতে উঠে কিছুটা যেতেই হঠাৎই চলন্ত অটো থেকে নেমে পড়েন তরুণ। সেতুর ধারে গিয়ে খুলে ফেলেন পায়ের জুতো। কেউ কিছু বোঝার আগেই ঝাঁপ দেন ভাগীরথীর জলে। এ ছাড়াও জুন মাসে দু’টি, জুলাইয়ে আরও একটি আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে একই জায়গা থেকে। জঙ্গিপুরের ভাগীরথী সেতু এলাকায় আত্মহত্যার চেষ্টা ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন পুলিশ প্রশাসন।
এ প্রসঙ্গে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘আত্মহত্যার চেষ্টা এক ধরনের মানসিক সমস্যা। খুব সচেতন ভাবে সহমর্মিতা ও সহনশীলতার সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিলে তাঁদের সুস্থ জীবনে ফেরানো সম্ভব। সচেতনতা গড়ে তুলতে কাউন্সেলিংটা খুব জরুরি।’’