Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পুলিশের ভুয়ো ছবি পোস্ট, গ্রেফতার যুবক

মুর্শিদাবাদের পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “পুলিশের প্রতি বিদ্বেষমুলক আচরণ, পুলিশের মানহানি করতে এমন ক্যাপশন দিয়ে ছবিটি ভাইরাল করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ছাড়া এটা আর কিছুই নয়।’’

এই ছবি ঘিরেই বিতর্ক। ছবিটি সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া।

এই ছবি ঘিরেই বিতর্ক। ছবিটি সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৮ ০১:৪৯
Share: Save:

খোলা রাস্তায় ধস্তাধস্তি করছে দুই উর্দিধারী। তাদের ছাড়ানোর মরিয়া চেষ্টা করছেন অন্য দুই সহকর্মী। ‘কান্দি বাসস্ট্যান্ডের কাছে বখরা নিয়ে দুই পুলিশকর্মীর হাতাহাতি’— ছবির তলায় এমনই উল্লেখ। রাতারাতি ছবিটা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ার সব স্তরে। কলকাতার একটি দৈনিক সংবাদপত্রও ফলাও করে তা ছেপে বসেছিল।

ভুল ভাঙতে সময় লাগল দেড় দিন। মুর্শিদাবাদ জেলা পুলিশ কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছেন, ছবিটি ভুয়ো। শুধু তাই নয়, ওই সংবাদপত্রের বিরুদ্ধে মামলাও রুজু করেছেন তাঁরা। জেলা পুলিশের দাবি, এ ছবি উত্তরপ্রদেশের লখনউয়ের। মুর্শিদাবাদের পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “পুলিশের প্রতি বিদ্বেষমুলক আচরণ, পুলিশের মানহানি করতে এমন ক্যাপশন দিয়ে ছবিটি ভাইরাল করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ছাড়া এটা আর কিছুই নয়।’’ সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টটি যে প্রথম করেছিল, এদিন তা খোঁজ করে বের করেছে জেলা পুলিশ। কাদাই এলাকার বাসিন্দা রাজা সাহা নামে ওই যুবককে এদিন বহরমপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ঠিকাকর্মীর কাজ করে। আজ, শুক্রবার পুলিশ তাকে আদালতে হাজির করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arrest Police Fake Photo Social Media
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE