Advertisement
১৮ এপ্রিল ২০২৪

জাকির তৃণমূলে, হতবাক কংগ্রেস

মুর্শিদাবাদে দলবদলে নতুক চমক তৃণমূলের। জেলার বিশিষ্ট শিল্পপতি জাকির হোসেন যোগ দিচ্ছেন তৃণমূলে। তৃণমূলের জেলা সভাপতি মান্নান হোসেন রবিবার এ কথা ঘোষণা করেন।

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ০০:৩৬
Share: Save:

মুর্শিদাবাদে দলবদলে নতুক চমক তৃণমূলের। জেলার বিশিষ্ট শিল্পপতি জাকির হোসেন যোগ দিচ্ছেন তৃণমূলে। তৃণমূলের জেলা সভাপতি মান্নান হোসেন রবিবার এ কথা ঘোষণা করেন। শুধু তাই নয়, দলের জেলা কমিটির পক্ষ থেকে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জঙ্গিপুর আসনে তাঁর নাম তৃণমূলের প্রার্থী হিসেবে সুপারিশ করা হবে তা-ও এ দিন জানিয়ে দিয়েছেন তিনি।

জঙ্গিপুরের বর্তমান বিধায়ক রাজ্য কংগ্রেসের পরিষদীয় দলনেতা মহম্মদ সোহরাবের বিরুদ্ধে একজন ওজনদার প্রার্থী দিতেই ওই শিল্পপতিকে দলে আনা হচ্ছে তা-ও অস্বীকার করছেন না মান্নান হোসেন ও শিক্ষা সেলের জেলা সভাপতি শেখ ফুরকান সহ তৃণমূলের নেতারা। বিড়ি কারখানার মালিক হিসেবে পরিচিত জাকির বর্তমানে সরষের তেল, চালকল ছাড়াও অন্তত ১০টি বিএড, বেসিক ও পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজের কর্ণধার। অরঙ্গাবাদের বাসিন্দা জেলার প্রথম সারির শিল্পপতি জাকির হোসেনের যথেষ্ট প্রভাব রয়েছে এলাকায়। এক সময় কংগ্রেস সাংসদ প্রণব মুখোপাধ্যায়ের খুব কাছের লোক হিসেবে পরিচিত ছিলেন তিনি। তাঁর একাধিক প্রতিষ্ঠানের উদ্বোধনও করেছেন প্রণববাবু।

স্বাভাবিক ভাবেই তাঁর তৃণমূলে যোগদানের খবরে জেলা রাজনীতিতে চাঞ্চল্যের সৃস্টি করেছে। কংগ্রেস মহলও হতবাক। জাকির হোসেনের দলে যোগদানের ঘটনাকে মুর্শিদাবাদে বিশেষ মাত্রা দেওয়ার লক্ষ্যে ১ অগস্ট শুভেন্দু অধিকারীকে এনে রঘুনাথগঞ্জে সমাবেশ করার কথাও ঘোষণা করেছে তৃণমূল। মান্নান বলেন, ‘‘সেই সভায় জেলাস্তরের সব নেতা উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই জেলার তরফে ২২টি আসনেই প্রার্থীদের নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেই সব নামগুলি বাছাই করে সুপারিশ করে পাঠানো হবে দলের জেলা কমিটির তরফ থেকে। রাজ্য কমিটি চূড়ান্ত করবে। সেই মতো জাকিরকে জঙ্গিপুরে প্রার্থী করার কথা বিবেচিত হয়েছে।’’ জাকির হোসেনও তৃণমূলে যোগ দেওয়ার কথা মেনেছেন। তিনি বলেন, ‘‘তৃণমূলে যোগ দিচ্ছি। দলের নেতাদের সঙ্গে কথা বলে তা চূড়ান্ত হয়েছে। তবে দল প্রার্থী করবে কি না, করলে কোন কেন্দ্র থেকে করবে সেটা নেতৃত্বের ব্যাপার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Trinamool Zakir Hussain Congress Jangipur CPM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE