Advertisement
E-Paper

ক্রিকেটে জমজমাট বহরমপুরের শীত-দুপুর

জঙ্গিপুর মহকুমা দলের বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারল না ডোমকল মহকুমা। শেষ পর্যন্ত ৮ উইকেটে পরাজিত হয় তারা। রবিবাসরীয় ম্যাচের শুরুতেই টসে জয়ী হয়ে জঙ্গিপুর ব্যাট করতে পাঠায় ডোমকল মহকুমা দলকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৪ ০০:০০
বহরমপুর স্টেডিয়ামে লিগের খেলায়। ছবি: গৌতম প্রামণিক।

বহরমপুর স্টেডিয়ামে লিগের খেলায়। ছবি: গৌতম প্রামণিক।

জঙ্গিপুর মহকুমা দলের বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারল না ডোমকল মহকুমা। শেষ পর্যন্ত ৮ উইকেটে পরাজিত হয় তারা। রবিবাসরীয় ম্যাচের শুরুতেই টসে জয়ী হয়ে জঙ্গিপুর ব্যাট করতে পাঠায় ডোমকল মহকুমা দলকে। কিন্তু মাত্র ১১.৪ ওভারে অল আউট হয়ে যায় ডোমকল। তাদের রান তখন ২৯। পরে ব্যাট করতে নেমে জঙ্গিপুর ৬.১ ওভারে ২ উইকেট খুইয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।

বহরমপুর স্টেডিয়াম ময়দানে এ দিন জঙ্গিপুর বনাম ডোমকল মহকুমা দলের মুখোমুখি লড়াই হয়। ১৯ ডিসেম্বর থেকে মুর্শিদাবাদ জেলার মহকুমাভিত্তিক সাব-জুনিয়র ক্রিকেট প্রতিযোগিতা চলছে বহরমপুরে। চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। মুর্শিদাবাদের পাঁচটি মহকুমা বহরমপুর, কান্দি, লালবাগ, ডোমকল ও জঙ্গিপুর দল গঠিত হয়েছে অনূর্ধ্ব ১৫ ক্রিকেটার নিয়ে। ম্যাচের আয়োজন হয়েছে বহরমপুর স্টেডিয়াম এবং ওয়াইএমএ ময়দানে। তার মধ্যে শুরুর দিনে ওয়াইএমএ ময়দানে এবং ২০ ও ২১ ডিসেম্বর বহরমপুর স্টেডিয়াম ময়দানে খেলা হয়েছে।

২০১৩ সাল থেকে সিএবি প্রতিটি জেলায় ওই ক্রিকেট প্রতিযোগিতা চালু করে। মুর্শিদাবাদ জেলায় আয়োজক সংস্থা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন। আয়োজক সংস্থার পক্ষে তরুণ দত্ত বলেন, “লিগ পদ্ধতিতে হওয়ার ফলে প্রতিযোগিতায় মোট ১০টি ম্যাচ খেলা হবে। মহকুমা ভিত্তিক সাব-জুনিয়র লিগ খেলার পাশাপাশি চলছে মুর্শিদাবাদ জেলা সিনিয়র ডিভিশন ক্রিকেট লিগ। ফলে ওই সাব-জুনিয়র লিগের ম্যাচ বহরমপুর স্টেডিয়াম এবং ওয়াইএমএ ময়দানে ভাগ করে দেওয়া হয়েছে।” তরুণবাবু জানান, প্রতিটি জেলার চ্যাম্পিয়ন দলগুলিকে নিয়ে চূড়ান্ত পর্বের খেলা হুগলিতে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতা শুরু দিনে মুখোমুখী হয়েছিল বহরমপুর ও লালবাগ মহকুমা। জয়ী হয় লালবাগ মহকুমা দল। কিন্তু তাদের এক ক্রিকেটারের বিরুদ্ধে বয়স ভাঁড়িয়ে খেলার অভিযোগ ওঠে। বহরমপুর মহকুমা দলের তরফে লিখিত অভিযোগ পেয়ে আয়োজক সংস্থা এমডিএসএ তদন্ত শুরু করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ক্রিকেটারকে প্রতিযোগিতা থেকে বের করে দেওয়া হয়। বয়স ভাঁড়িয়ে খেলার অভিযোগে লালবাগ মহকুমা দলের পয়েন্ট কেটে নিয়ে বহরমপুর মহকুমা দলকে ওই ম্যাচে জয়ী ঘোষণা করা হয়। পরের দিন ২০ ডিসেম্বর অবশ্য লালবাগ ও জঙ্গিপুর মহকুমা দলের মধ্যে খেলা হয়। ওই ম্যাচে অবশ্য জয়ী হয় লালবাগ।

২০ ডিসেম্বর ছুটির দিনের খেলায় জঙ্গিপুর বনাম ডোমকল মহকুমা দলের মুখোমুখি লড়াই হয়। এ দিন টসে হেরে ডোমকল প্রথমে ব্যাট করতে নামে। প্রথম ওভারের ২ বল খেলতে না খেলতেই ০ রানে আউট হয়ে যায় সম্রাট মণ্ডল। তখন দলেরও রান ০। জঙ্গিপুরের বোলারদের দাপটে দিশেহারা তখন ডোমকল দলের ব্যাটিং। স্কোর বোর্ডে উইকেট পতন দেখলেই বোঝা যায় যে ডোমকল দলের কোনও ব্যাটসম্যান পিচে বেশি ক্ষণ দাঁড়াতেই পারেনি। ৪৫ ওভারের বদলে ১১.৪ ওভারেই তাদের ইনিংস শেষ হয়ে যায়। পরে জঙ্গিপুর ব্যাট করতে নেমে ৫ রানেই প্রথম উইকেট হারায়। দ্বিতীয় উইকেট হারায় ২৮ রানে। শেষ পর্যন্ত ৬.১ ওভারে তারা ম্যাচ জিতে যায়। জয়ী দলের পক্ষে আবু সুফিয়ান শেখ ৩ ওভার বল করে ৬ রান দিয়ে ৪টি এবং ইউসুফ রহমান ১.৪ ওভারে ৫ রানে ৩ ইউকেট পায়।

মহকুমা ভিত্তিক সাব-জুনিয়র ক্রিকেট প্রতিযোগিতার পাশাপাশি গত ২৫ নভেম্বর থেকে বহরমপুরে চলছে জেলা সিনিয়র ডিভিশন ক্রিকেট লিগ। এ বছর মোট ১০টি দল হিন্দ ক্লাব, চিত্তরঞ্জন, এফইউসি, ওয়াইএমএ, কাশিমবাজার স্পোর্টিং আকাদেমি, বান্ধব সমিতি লালবাগ, মুর্শিদাবাদ ক্রিকেট আকাদেমি, সবুজ সঙ্ঘ সেবা সমিতি, এনডিআরসিসিসি এবং বহরমপুর ক্রিকেট কোচিং সেন্টার অংশ নিয়েছে। ওই প্রতিযোগিতায় এখন পর্যন্ত চিত্তরঞ্জন ৫টি ম্যাচ খেলে সব কটিতে জয়ী হয়ে ১৫ পয়েন্ট, সবুজ সংঘ সেবা সমিতি ৪টে ম্যাচের সব ক’টিতে জয়ী হয়ে ১২ পয়েন্ট এবং হিন্দ ক্লাব তিনটে ম্যাচ খেলে সব কটি জয়লাভ করে ৯ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় শীর্ষে আছে। তবে সব চেয়ে বেশি ম্যাচ খেলেছে কাশিমবাজার স্পোর্টিং আকাদেমি। ৮টা ম্যাচ খেলে ৩টি ম্যাচে জয়লাভ করে এবং বাকি ৫টি ম্যাচে পরাজয় হয় তাদের। অন্য দিকে এফইউসি ৬টি ম্যাচ খেলে ৩টিতে জয় ও ৩টে পরাজয় হওয়ায় তাদের পয়েন্ট ৯। ৬টি ম্যাচ খেলে এনডিআরসিসিসি ৪টে ম্যাচে জয় ও ২টো ম্যাচে পরাজিত হওয়ায় তাদের মোট পয়েন্ট ১২।

যখন ক্রিকেট এত উন্মাদনা চলছে, তখন আগামী ২৫, ২৬ ও ২৮ ডিসেম্বর নদিয়ার কৃষ্ণনগরে অনুষ্ঠিত আর্ন্তজেলা মহিলা ক্রিকেট প্রতিযোগিতা খেলতে যাচ্ছে মুর্শিদাবাদ মহিলা ক্রিকেট দল। তরুণবাবু জানান, “নদিয়ার কৃষ্ণনগরে ওই প্রতিযোগিতায় মুর্শিদাবাদের গ্রুপে রয়েছে বীরভূম, বর্ধমান ও নদিয়া।”

berhampur cricket tournament sub-junior level
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy