বহরমপুর কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষ হলেন সুজাতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নেন। দেশের অন্যতম প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রথম কোনও মহিলা অধ্যক্ষের আসনে বসলেন। ১৬২ বছরের প্রাচীন এই কলেজে এক সময় অধ্যক্ষ ছিলেন আচার্য ব্রজেন্দ্রনাথ শীল, মহামতি ই এম হুইলারের মতো কিংবদন্তী শিক্ষাবিদ। ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি অধ্যক্ষের পদ থেকে অবসর নেন সৌমেশ রায়। তারপর থেকে অস্থায়ী ভাবে সেই দায়িত্ব সামলেছেন কল্যাণাক্ষ ঘোষ। মঙ্গলবার ওই কলেজ স্থায়ী অধ্যক্ষ পেল। সুজাতাদেবীর বাড়ি বহরমরপুর শহরে। বহরমপুর গার্লস কলেজ থেকে সাম্মানিক-সহ বাংলায় স্নাতক। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ এবং বিশ্বভারতী থেকে পিএইচডি ডিগ্রি পেয়েছেন। প্রথমে কৃষ্ণনাথ কলেজে আংশিক সময়ের শিক্ষকতা দিয়ে পেশাগত জীবন শুরু করেন সুজাতাদেবী। তারপর বোলপুর কলেজ ও লালগোলা কলেজে অধ্যাপনা করেন।