Advertisement
১৭ মে ২০২৪

টিকিট না পেতেই দেওয়াল লিখন বিজেপির

পুরভোটে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণার এখনও দেরি রয়েছে। কিন্তু তর সইছে না বিজেপি’র সম্ভাব্য প্রার্থীদের। টিকিট পাওয়া নিশ্চিত হওয়ার আগেই জঙ্গিপুর পুর এলাকায় বেশ কয়েক জন বিজেপি নেতারা নিজেদের সমর্থনে দেওয়াল লিখে শুরু করেছেন ভোটের প্রচার। নাম ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের নিজেদের সমর্থনে ফলাও করে দেওয়াল লিখনের ঘটনায় যারপরনাই অসন্তুষ্ট দলের জেলা নেতৃত্ব।

 তালিকা ঘোষণার আগেই বিজেপি প্রার্থীর নামে ভরে উঠেছে দেওয়াল।—নিজস্ব চিত্র।

তালিকা ঘোষণার আগেই বিজেপি প্রার্থীর নামে ভরে উঠেছে দেওয়াল।—নিজস্ব চিত্র।

বিমান হাজরা
জঙ্গিপুর শেষ আপডেট: ১১ মার্চ ২০১৫ ০১:০৬
Share: Save:

পুরভোটে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণার এখনও দেরি রয়েছে। কিন্তু তর সইছে না বিজেপি’র সম্ভাব্য প্রার্থীদের। টিকিট পাওয়া নিশ্চিত হওয়ার আগেই জঙ্গিপুর পুর এলাকায় বেশ কয়েক জন বিজেপি নেতারা নিজেদের সমর্থনে দেওয়াল লিখে শুরু করেছেন ভোটের প্রচার। নাম ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের নিজেদের সমর্থনে ফলাও করে দেওয়াল লিখনের ঘটনায় যারপরনাই অসন্তুষ্ট দলের জেলা নেতৃত্ব।

জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে, আজ, বুধবার রঘুনাথগঞ্জে সভা করবেন রাজ্য বিজেপি’র সভাপতি রাহুল সিংহ। দলীয় জেলা কমিটির তরফে সে দিন রাহুলবাবুর হাতে জঙ্গিপুর পুরভোটে প্রার্থীদের নামের তালিকা তুলে দেওয়া হবে। তারপর তাতে রাজ্য নেতৃত্বের সিলমোহর পড়লে তবেই আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। বিজেপি’র মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক সম্রাট ঘোষ বলছেন, “প্রার্থী বাছাই নিয়ে বেশ কিছু ওয়ার্ডে মতান্তর রয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে তাই একটু সময় লাগবে।” কিন্তু তার আগেই অত্যুত্‌সাহী কিছু স্থানীয় বিজেপি নেতা প্রার্থী হবেন বলে ধরে নিয়েই নিজেদের নামে দেওয়াল লিখন শুরু করেছেন। কর্মীদের মধ্যেও অনেকে দিন-রাত এক করে দেওয়াল লিখছেন। এই অবস্থায় দলের জেলার নেতারা খানিকটা বিব্রত। মুর্শিদাবাদ জেলাকে বিজেপি সাংগঠনিক দিক থেকে উত্তর ও দক্ষিণ-এই দুই ভাগে ভাগ করেছে। দলের জেলার উত্তর অংশের সভাপতি ষষ্টিচরণ ঘোষ বলেন, “নিজেদের নামে দেওয়াল লিখে আমাদের কিছু নেতা ভুল করেছেন।” জেলা কমিটির তরফে দেওয়ালে কেবলমাত্র দলীয় প্রতীক আঁকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণা না হওয়া অবধি কেউ নিজের নামে দেওয়াল লিখতে পারবেন না - এই মর্মে জেলা নেতারা নির্দেশেও বাস্তবে তা মানা হচ্ছে না।

জঙ্গিপুর পুরসভায় আসন সংখ্যা ২১। জঙ্গিপুর বরাবরই বামেদের শক্ত ঘাঁটি বলে পরিচিত। প্রায় তিন দশক ধরে জঙ্গিপুর পুরসভায় ক্ষমতাসীন বামেরা। ২০১৪ সালের লোকসভা ভোটের নিরিখেও বামেরা পুর এলাকার এগারোটি ওয়ার্ডে এগিয়ে ছিল। কংগ্রেস এগিয়েছিল তিনটিতে। বর্তমান পুরসভায় বিজেপি’র কোনও কাউন্সিলর না থাকলেও গেল লোকসভা ভোটে পদ্ম শিবির ছ’টি আসনে এগিয়েছিল। বিজেপি মূলত এগিয়ে থাকা আসনগুলিকে পাখির চোখ করছে। জেলা বিজেপি’র অন্দরের খবর, জঙ্গিপুরে সাকুল্যে বারোটি আসনে লড়বে দল।

বিজেপি অনেক আগে থেকেই প্রচারে নেমে পড়লে বাম-কংগ্রেস ও তৃণমূল অবশ্য এখনও প্রার্থী তালিকা তৈরির প্রাথমিক কাজটুকুও করে উঠতে পারেনি। জেলা সিপিএমের সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য বলেন, “রাজ্য সম্মেলনের ব্যস্ততার দরুণ এখনও প্রার্থী তালিকা তৈরি করা যায়নি।” আর কংগ্রেস জঙ্গিপুর পুরসভা এলাকায় প্রতি ওয়ার্ডের নেতাদের সঙ্গে প্রার্থী নিয়ে বৈঠক শুরু করছে। এ ব্যাপারে অতীশ সিংহকে পর্যবেক্ষক করে জঙ্গিপুরে পাঠানো হয়েছে। গত লোকসভা ভোটের নিরিখে জঙ্গিপুর পুরসভার কোনও আসনেই এক নম্বরে ছিল না তৃণমূল। পুর ভোট নিয়ে শাসকদলের মধ্যে সেভাবে কোনও হেলদোল চোখে পড়ছে না। জেলা তৃণমূলের নেতা শেখ ফুরকান বলেন, “প্রার্থী বাছাই নিয়ে একটি কমিটি গড়া হয়েছে। কিন্তু সেই কমিটি এখনও বৈঠকে বসেনি। আশা করি চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করা যাবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bjp municipality election wall graphiti jangipur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE