জেঠিমা মিনতি সরকার-সহ পরিবারেরই কিছু সদস্যের বিরুদ্ধে মারধর, হুমকির অভিযোগ আনলেন এক কলেজ ছাত্রী। মিনতিদেবী নদিয়ার হরিণঘাটা ব্লকের বিরহী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। অভিযোগকারী পায়েল সরকার বিএড কলেজের ছাত্রী। তাঁর বাড়ি ওই পঞ্চায়েতের হাটপাড়া গ্রামে। পায়েলের অভিযোগ, তাঁদের বাড়ি থেকে উৎখাত করার মতলবে রয়েছেন তাঁরই জেঠিমা, জেঠতুতো দাদারা। তাঁদের পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত করার যড়যন্ত্রও চলছে বলে পায়েলের অভিযোগ।
সম্প্রতি এ ব্যাপারে হরিণঘাটা তদন্ত কেন্দ্রে অভিযোগ জানান পায়েল। মঙ্গলবার পায়েল বলেন, ‘‘ওখানকার পুলিশ কিছুই করছে না। বাধ্য হয়ে পরিবারের তরফে জেলা পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়েছে।’’ জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, নিতান্তই পারিবারিক গোলমাল। অভিযোগ পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরেই সম্পত্তি নিয়ে পায়েলের পরিবারের সঙ্গে জেঠমার পরিবারের বিবাদ রয়েছে। তা নিয়ে প্রায়ই অশান্তি হয়। গত শনিবার দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। অভিযোগ, সেই সময় তাঁর জ্যেঠিমা, জেঠতুতো দাদা-সহ পরিচিত কিছু লোক তাঁদের মারতে যায়। গালিগালাজ, হুমকিও দেওয়া হয়। যাঁর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ সেই মিনতিদেবী অবশ্য কোনও কিছুই মানতে চাননি। তাঁর দাবি, ‘‘মিথ্যে অভিযোগ করা হচ্ছে।’’