রাজ্যে একটি সংস্কৃত কলেজ ও মুর্শিদাবাদে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের ভাবনা চিন্তা চলছে বলে জানালেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি বহরমপুরে এ কথা জানান। এ দিন তিনি বহরমপুর গার্লস কলেজের নবনির্মিত হস্টেল উদ্বোধন করেন এবং কলেজের ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। মন্ত্রী বলেন, ‘‘গত বছর এই হস্টেলের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র এক বছরের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ করে ছাত্রীদের জন্য খুলে দেওয়া হল এই হস্টেল।’’