Advertisement
১৮ এপ্রিল ২০২৪

বাড়ির রাসের পাশে বারোয়ারিতেও ভিড় শান্তিপুরে

শুরু হয়েছিল বৈষ্ণব চুড়ামণি শ্রীঅদ্বৈতাচার্যের হাত ধরে। তারপর যত দিন গিয়েছে শান্তিপুরের রাসের খ্যাতি দেশের গণ্ডি পার হয়ে ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতেও। ঢাকার জন্মাষ্টমী, বৃন্দাবনের ঝুলনের পাশাপাশি শান্তিপুরের ‘ভাঙারাস’ও সমান ভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে। সময়ের নিয়মে রাসে ঐতিহ্যের সঙ্গে মিশেছে আধুনিকতা। সেইসঙ্গে দুর্গা, কালীপুজোর মতো থিমের ভাবনাতেও বিভোর হয়েছে শান্তিপুরের রাস। যা এই প্রাচীন শহরের আর একটা পরিচয়।

শান্তিপুরে রায়বাড়িতে বিগ্রহের অঙ্গরাগ।

শান্তিপুরে রায়বাড়িতে বিগ্রহের অঙ্গরাগ।

নিজস্ব সংবাদদাতা
শান্তিপুর শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৪ ০০:২০
Share: Save:

শুরু হয়েছিল বৈষ্ণব চুড়ামণি শ্রীঅদ্বৈতাচার্যের হাত ধরে। তারপর যত দিন গিয়েছে শান্তিপুরের রাসের খ্যাতি দেশের গণ্ডি পার হয়ে ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতেও। ঢাকার জন্মাষ্টমী, বৃন্দাবনের ঝুলনের পাশাপাশি শান্তিপুরের ‘ভাঙারাস’ও সমান ভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে। সময়ের নিয়মে রাসে ঐতিহ্যের সঙ্গে মিশেছে আধুনিকতা। সেইসঙ্গে দুর্গা, কালীপুজোর মতো থিমের ভাবনাতেও বিভোর হয়েছে শান্তিপুরের রাস। যা এই প্রাচীন শহরের আর একটা পরিচয়।

শুরুর দিকে শান্তিপুরের রাস ছিল নিতান্তই সাদামাটা। কিন্তু অদ্বৈতাচার্যের পৌত্র মথুরেশ গোস্বামীর সময় থেকে শান্তিপুরে রাস সাড়ম্বরে পালিত হতে থাকে। এখন বাড়ির রাস উত্‌সবের পাশাপাশি বারোয়ারি রাসও সমান জনপ্রিয় হয়ে উঠেছে। এদের মধ্যে বড় গোস্বামী বাড়ির রাস আলাদা করে উল্লেখের দাবি রাখে। ভক্তি আর আড়ম্বরের যুগলবন্দিতে এই বাড়ির রাসের সুনাম ছড়িয়েছে বিদেশেও। এ ছাড়াও মধ্যম গোস্বামী বাড়ি, ছোট গোস্বামী বাড়ি, মদনগোপাল গোস্বামী বাড়ি, পাগলা গোস্বামী বাড়ি, আতাবুনিয়া গোস্বামী বাড়ি, বাঁশবুনিয়া গোস্বামী বাড়ির রাসও বিশেষ উল্লেখযোগ্য। গোস্বামী বাড়ি ছাড়াও খাঁ চৌধুরী বাড়ি, সাহা বাড়ি, বংশীধারী ঠাকুর বাড়ি, মঠ বাড়ি, আশানন্দ বাড়ি, রায় বাড়ি, কালাচাঁদ বাড়ি, প্রামাণিক বাড়ি, গোস্বামী ভট্টাচার্য বাড়ি, গোপীনাথ জিউ ঠাকুর বাড়ি, মুখোপাধ্যায় বাড়ি, পোদ্দার বাড়ি, দীনদয়ালবাবুর বাড়ি, মঠ বাড়ি ও যদুনাথ কাঁসারির বাড়ির রাসও নজর কাড়ে।

তবে শুধু বিগ্রহ-বাড়িই নয় এখন শান্তিপুর শহরের বেশ কিছু বারোয়ারি রাসও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। নিত্যনতুন থিমের এই সব বারোয়ারি রাস উত্‌সবে অন্যমাত্রা এনে দিয়েছে। এদের মধ্যে বড় গোস্বামীপাড়া বারোয়ারি, লক্ষ্মীতলাপাড়া বারোয়ারি, তিলিপাড়া শ্বেত সঙ্ঘ, বাইগাছিপাড়া নব মিলন সঙ্ঘ, শান্তিপুর রামকৃষ্ণ কলোনি, ভদ্রাকালী, বাইগাছিপাড়া সত্যনারায়ণ, ঘোষপাড়া, শ্যমচাঁদ মোড়, শান্তিপুর কামারপাড়া, তামাচিকেপাড়া, শান্তিপুর শ্যামবাজার, শান্তিপুর লিডার্স ক্লাব, শান্তিপুর বউবাজার পাড়া, ঠাকুর পাড়া লেন আ্যমেচার ক্লাব ও প্যরাডাইস ক্লাব, শান্তিপুর গোডাউন মাঠের ত্রিপদনারায়ণ, শান্তিপুর স্টেশন গোলপার্ক, শান্তিপুর সুভাষ সঙ্ঘ, হাসপাতাল জনকল্যাণ সেবা সঙ্ঘ, শান্তিপুর কলেজপাড়া, বাইগাছি চাষিপাড়া ভারতমাতা-সহ একাধিক বারোয়ারি এ বছর নজর কাড়বে।

তবে এর বাইরেও বেশ কিছু কমিটি রয়েছে যাঁরা সে ভাবে মণ্ডপ না করলেও শোভাযাত্রায় বের হন। সেই কারণে রকমারি রাসের মণ্ডপের পাশাপাশি রাসের শোভাযাত্রাও শান্তিপুরে অন্যতম দেখার বিষয়। আর তারই আকর্ষণে প্রতি বছর স্থানীয় মানুষজনের পাশাপাশি লাগোয়া বর্ধমান, মুর্শিদাবাদ, গঙ্গার ওপারে হুগলি থেকেও হাজার হাজার মানুষ ছুটে আসেন শান্তিপুরে। আসেন ভিনরাজ্যের মানুষও।

ছবিগুলি তুলেছেন সুদীপ ভট্টাচার্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

shantipur raas
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE