নিজেদের বাড়ি থেকেই মা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতাদের নাম কল্পনা ভুঁইমালি (৩৬) ও মিঠু ভুঁইমালি (১৬)। সোমবার বিকেলে খড়গ্রামের এড়োলিয়া পঞ্চায়েত এলাকার শিমুলিয়াপাড়া এলাকার ঘটনা। এ দিন দুপুরে ঘরের ভিতরে মিঠুর ও বারান্দায় কল্পনাদেবীর ঝুলন্ত দেহ দেখতে পান পড়শিরা। সেই সময় পেশায় দিনমজুর কল্পনাদেবীর স্বামী তামাম ভুঁইমালি দিনমজুরির কাজে মাঠে ছিলেন। পড়শিদের কাছ থেকে খবর পেয়ে তিনি তড়িঘরি বাড়ি ফিরে আসেন। এলাকার লোকজন ওই দু’জনকে খড়গ্রাম হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা পরীক্ষা করে দু’জনকেই মৃত বলে জানান। তামালবাবু বলেন, “আমাদের পরিবারে কোনও ঝামেলা ছিল না। কেন এমনটা ঘটল, তা বুঝতে পারছি না’’ ঘটনার পর হতবাক এলাকার লোকজনও। তাঁরাও জানাচ্ছেন, ওই পরিবারের কোনও ঝামেলা ছিল। কান্দির এসডিপিও ইন্দ্রজিৎ সরকার জানান, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।