Advertisement
E-Paper

রাস্তা পেরতে সচেতনতা শিবির

ফরাক্কার বল্লালপুর থেকে নবগ্রামের মেহেদিপুর পর্যন্ত ৭৫ কিলোমিটার দীর্ঘ ৩৪ নম্বর জাতীয় সড়ক দুই লেন থেকে চার লেনে উন্নীত হওয়ায় বেড়েছে গতি ও গাড়ির সংখ্যা। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পথ দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা। দুর্ঘটনার হার কমাতে সোমবার নবগ্রাম বিডিও অফিসের সেমিনার হলে ওই ব্লক এলাকার জনপ্রতিনিধি ও ১৯টি বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে পথনিরাপত্তা সংক্রান্ত সচেতনতা শিবির অনুষ্ঠিত হল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৪ ০২:১০
ইমার্জেন্সি কল বক্স। নিজস্ব চিত্র।

ইমার্জেন্সি কল বক্স। নিজস্ব চিত্র।

ফরাক্কার বল্লালপুর থেকে নবগ্রামের মেহেদিপুর পর্যন্ত ৭৫ কিলোমিটার দীর্ঘ ৩৪ নম্বর জাতীয় সড়ক দুই লেন থেকে চার লেনে উন্নীত হওয়ায় বেড়েছে গতি ও গাড়ির সংখ্যা। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পথ দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা। দুর্ঘটনার হার কমাতে সোমবার নবগ্রাম বিডিও অফিসের সেমিনার হলে ওই ব্লক এলাকার জনপ্রতিনিধি ও ১৯টি বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে পথনিরাপত্তা সংক্রান্ত সচেতনতা শিবির অনুষ্ঠিত হল।

৩৪ নম্বর জাতীয় সড়কের ১০৩ কিলোমিটার পথের মধ্যে রয়েছে বহরমপুরের বলরামপুর থেকে শুরু করে ভাগীরথী নদীর উপর দিয়ে নবগ্রামের মেহেদিপুর পর্যন্ত ১২ কিলোমিটার দীর্ঘ উড়ালপুল নির্মাণের প্রস্তাব। সেই কাজ চলছে। অন্য দিকে পদ্মা নদীর উপর দিয়ে ফরাক্কা ব্যারাজের সমান্তরাল চার লেনের কয়েক কিলোমিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। নবগ্রামের পলসণ্ডা, রঘুনাথগঞ্জের উমরপুরের মতো কয়েকটি গঞ্জ এলাকায় দোকান ও বসতবাড়ি থাকায় সেই সব এলাকায় চার লেন তৈরির কাজ এখনও হয়নি। ১০৩ কিলোমিটারের মধ্যে বাকি ৯৫ কিলোমিটার রাস্তা তৈরি হয়ে যাওয়ায় গত ১৪ মে থেকে টোলপ্লাজা চালু করে যানবাহন যাতায়াতের জন্য ওই পথ সরকারি ভাবে খুলে দেওয়া হয়েছে। সাগরদিঘি থানার মোড়গ্রামের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে এসে মিশেছে পানাগড় এক্সপ্রেসওয়ে (৬০ নম্বর জাতীয় সড়ক)। তার ফলে ১৪ মে থেকে ৩৪ নম্বর জাতীয় সড়কের মেহেদিপুর-ফরাক্কার পথে যানবাহনের সংখ্যা ও গাড়ির গতি দুটোই বেড়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পথ দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও। নবগ্রামের বিডিও সায়ন দাশগুপ্ত বলেন, “ভয়াবহ ওই অবস্থা সামাল দিতেই এ দিনের সচেতনতা শিবিরের আয়োজন। এখানে ভিডিওগ্রাফির মাধ্যমে পথ পথবিধি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় শেখানো হয়” এদিনের শিবিরে জেলাপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ যাদব বলেন, “ঘরের মধ্যে আলোচনার চেয়ে বেশি র্কাযকর হবে, জাতীয় সড়ক লাগোয়া স্কুলগুলির পড়ুয়াদের পথ পারাপারের নিয়ম কানুন হাতেকলমে শেখানো” জাতীয় সড়ক লাগোয়া চাণক তড়িতানন্দ হাইস্কুলের প্রধানশিক্ষক প্রাণকৃষ্ণ মণ্ডল পথবিধি সংক্রান্ত অডিও-ভিডিও সিডি প্রতিটি স্কুলে বিলি করার জন্য ওই শিবিরে প্রস্তাব রাখেন। দুর্ঘটনা মোকাবিলায় ৯৫ কিলোমিটার রাস্তায় দুটি ভ্রাম্যমান গাড়ি রয়েছে ২৪ ঘণ্টার জন্য। রাস্তা তৈরির দায়িত্বে থাকা সংস্থার আধিকারিক সঞ্জয়সুন্দর ঘটক বলেন, “এ ছাড়াও প্রতি ২ কিমি অন্তর পথের পাশেই রয়েছে ইমার্জেন্সি কল বক্স। ওই বোতাম টিপলেই কন্ট্রোল রুমে যোগাযোগ হবে।”

nabagram ballarpur emergency call box
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy