পরিবেশ সচেতনতার অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
পরিবেশ সচেতনতায় কৃষ্ণনাথ কলেজের ‘ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল’- এর ভূমিকা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল বুধবার। কলেজের ফিজিক্স থিয়েটার হলে সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওই আলোচনা সভা চলে। কলেজের অধ্যক্ষ সুজাতা বাগচী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আলোচনায় যোগ দেন ডিপিআই নিমাইচন্দ্র সাহা, জয়েন্ট ডিপিআই তুষারকান্তি ঘড়া, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক অমিতাভ কবিরাজ ও জ্যোৎস্নাকুমার মণ্ডল প্রমুখ।’’ মুর্শিদাবাদ জেলার খাল-বিল মজে গিয়ে ও কীটনাশক ব্যবহারের ফলে বিলুপ্ত হচ্ছে জলজ প্রাণি। নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। নিমাইবাবু বলেন, ‘‘এর প্রতিরোধের জন্য খাল, বিল ও জলাশয় লিজ পাওয়া সমবায় সমিতিরগুলির সঙ্গে শিক্ষিত ও সচেতন মানুষের যোগাযোগ বাড়াতে হবে।’’
প্রকাশিত ‘অদ্বিতীয়া’
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট
প্রকাশিত হল সাহিত্য পত্রিকা ‘অদ্বিতীয়া’। রবিবার সন্ধ্যায় রানাঘাটে মিহির মিত্র সম্পাদিত ওই পত্রিকার প্রকাশ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক আনন্দ মণ্ডল। এ দিন এক কবি সন্মেলন ও কবিতা পাঠের আসরেরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কবি রুহুল আমিন হক মণ্ডল, প্রফুল্লকুমার বালা, দীনেশ চন্দ্র হাজারি, শিল্পি প্রামাণিক, নৌসাদ আলি-সহ অন্যেরা। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন আবৃত্তিকার সুস্মিতা মিত্র।
বৈষ্ণবকেন্দ্রের উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
প্রায় ৪০০ বছরের প্রাচীন বৈষ্ণব চর্চাকেন্দ্র জিয়াগঞ্জের প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সংস্কার ও পুর্নর্নিমাণ করে মন্দির ও নাটমন্দিরের উদ্বোধন করা হয়েছে গত মঙ্গলবার। ছোট গোবিন্দবাড়ির সেবাইত স্বপনকুমার গোস্বামী জানান, ওই দিন আলোচনা সভায় যোগ দেন কলেজ ও স্কুলের তিনজন অবসরপ্রাপ্ত শিক্ষক— প্রীতিকুমার রায়চৌধুরী, শ্যামল রায় ও সমীর ঘোষ। নমিতা সান্যাল ভজন ও শান্তিপুরের কালাচাঁদ সম্প্রদায় কীর্তন পরিবেশন করেন। বৃহস্পতিবার অনুষ্ঠান শেষ হয় বেথুয়াডহরির পালাকীর্তন দিয়ে।
আবৃত্তি প্রতিযোগিতা
মদনপুর ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল রবিবার। অনুষ্ঠানে আবৃত্তি, অঙ্কন, গান, নাচের প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী যোগ দেয়। এ ছাড়া ছিল রক্তের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা ও স্বাস্থ্যশিবির।
নাজিরপুরে আন্তঃবিদ্যালয় লোকনৃত্য প্রতিযোগিতা।—নিজস্ব চিত্র।
কৃষ্ণনগরে রবীন্দ্রভবনে ‘রূপকথা’র নাটক ‘চন্দ্রগুপ্ত’।—নিজস্ব চিত্র।