সাম্প্রতিক বিপর্যয়ের পর সোমবার থেকে আর বৃষ্টি হয়নি উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরও জানিয়েছে, সপ্তাহান্তে শুধু উত্তরবঙ্গ নয়, বরং গোটা রাজ্য থেকেই আনুষ্ঠানিক ভাবে বিদায় নেবে বর্ষা। আপাতত উত্তরে আর নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা রয়েছে। তার জেরে এখনও কিছু দিন বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গে।
হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশে থাকা ঘূর্ণাবর্তটি আপাতত শক্তি হারাচ্ছে। ফলে বুধবারের তুলনায় বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। তবে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা ছাড়া, শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে শনিবার পর্যন্ত দক্ষিণের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলতে পারে।
আরও পড়ুন:
বৃহস্পতিবার হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা ও হাওড়াতেও। শনিবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। তার পর আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম।