কুয়েত ইতিমধ্যেই ভারত থেকে আমদানি নিষিদ্ধ করে দিয়েছে। বাহরিনও বলে দিয়েছে, কেরল-সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য থেকে তারা আপাতত কোনও আনাজ বা ফল আমদানি করবে না।
এর মূলে আছে নিপা ভাইরাসের সংক্রমণ। আশঙ্কা তৈরি হয়েছে, নিপা ভাইরাসের আতঙ্কে পশ্চিম এশিয়ার অন্যান্য দেশও যে-কোনও দিন ভারত থেকে ফল ও আনাজ আমদানি সাময়িক ভাবে বন্ধ করে দিতে পারে। আর তা যদি হয়, রাজ্যের আনাজ ও ফল রফতানির ব্যবসা ব্যাপক ভাবে ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যের রফতানিকারী সংস্থাগুলিকে এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।
নিপা ভাইরাসের খবর ভারত থেকে পশ্চিম এশিয়ার দেশগুলিতে ছড়িয়ে পড়ার পরে গত কয়েক দিনে পশ্চিমবঙ্গ থেকে যে-সব আনাজ ও ফল রফতানি করা হয়েছে, তা কোন জেলার, তা নির্দিষ্ট করে লিখে পাঠাতে হচ্ছে সংস্থাগুলিকে। এখনও পর্যন্ত এ রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত কোনও রোগী পাওয়া যায়নি। কিন্তু স্রেফ আশঙ্কা থেকে পশ্চিম এশিয়ার দেশগুলি যদি পশ্চিমবঙ্গের আনাজ ও ফল আমদানিও নিষিদ্ধ করে দেয়, বাংলার চাষি এবং রফতানিকারী সংস্থাগুলি লোকসানের মুখে পড়বেন।