দার্জিলিং লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনে বিজেপি জোটের জয়ের পরই পাহাড়ে শুরু শিবির বদল। দার্জিলিং পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে বুধবার চিঠি দিয়েছেন ১৭ জন কাউন্সিলর। ৩২ আসন বিশিষ্ট ওই পুরসভার এক কাউন্সিলর ২০১৭ সালে গণ্ডগোল শুরুর পরপরই ইস্তফা দিয়েছিলেন। পরে পুরসভাটি বিনয় তামাংপন্থীদের দখলে আসে। এ দিন ১৭ কাউন্সিলর নিজেদের বিমলপন্থী বলে দাবি করায় পুরসভা হাতবদল হওয়ার যথেষ্ট সম্ভাবনা। তাঁদের চিঠিতে আইন মেনে দ্রুত সভা ডেকে চেয়ারপার্সনকে সরানোর দাবি তুলেছেন ওই ১৭ জন।
যদিও বিনয়পন্থী মোর্চার সধারণ সম্পাদক অনীত থাপার দাবি, ৭-৮ জন কাউন্সিলর দলছুট হলেও বাকিদের জোর করিয়ে চিঠিতে সই করানো হয়েছে। পুরসভার ভাইস চেয়ারম্যান সাগর তামাং বলেন, ‘‘ওরা পরিস্থিতি অশান্ত করে কিছু কাউন্সিলরকে নিয়ে দার্জিলিঙের উন্নয়নের কাজে বাধা তৈরি করতে চাইছে। শেষ পর্যন্ত বোর্ড আমাদের দখলেই থাকবে।’’
লোকসভা ভোটের আগে দলের নেতা ও পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নমন রাইকে বিনয়পন্থী মোর্চা থেকে বহিষ্কার করা হয়। নমনের নেতৃত্বেই এ দিন পুরসভায় গিয়ে অনাস্থার চিঠি দেন অন্য কাউন্সিলররা। তাঁদের সঙ্গে ছিলেন বিমলপন্থী মোর্চার মুখপাত্র বিপি বজগাই-সহ অন্য নেতারা।