অভিভাবকদের আয়ের কোনও ঊর্ধ্বসীমার শর্ত নেই। কিন্তু অনেক বেসরকারি স্কুলের উদ্যোগের অভাবে তাদের ছাত্রীরা ‘কন্যাশ্রী’ প্রকল্পের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিভাবকদের একাংশের অভিযোগ। অথচ শুধু সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকার পোষিত স্কুল নয়, রাজ্যের সব বেসরকারি স্কুলের ছাত্রীরাও ১৮ বছর বয়স হলেই এই সুবিধা পেতে পারে।
প্রথমে কন্যাশ্রী যখন চালু হয়, তখন শুধু সরকারি স্কুলের মেয়েরাই ১৮ বছর বয়স হলে এই প্রকল্পে ২৫ হাজার টাকা পেত। তার জন্য তাদের অভিভাবকদের আয়ের ঊর্ধ্বসীমাও বেঁধে দেওয়া হয়েছিল। নতুন নিয়মে তা আর নেই। এখন বেসরকারি স্কুলও কন্যাশ্রীর আওতাভুক্ত। সল্টলেকের একটি বেসরকারি স্কুলের কিছু পড়ুয়ার অভিভাবকেরা জানান, তাঁদের মেয়েরা যে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেতে পারে, স্কুল-কর্তৃপক্ষ তা জানাননি। এক অভিভাবক বলেন, “আমার মেয়ে একাদশ শ্রেণিতে পড়ে। সামনের বছর উচ্চ মাধ্যমিক দেবে। আগামী বছরেই ওর ১৮ বছর বয়স হয়ে যাবে।
স্কুল যদি এখনই তৎপর না-হয়, আমার মেয়ে এই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবে।” অভিভাবকদের একাংশের অভিযোগ, শুধু কলকাতার বেসরকারি স্কুল নয়, বিভিন্ন জেলার অনেক বেসরকারি স্কুলও কন্যাশ্রীর সুযোগ-সুবিধার বিষয়ে উদাসীন।