ঘূর্ণিঝড়, নিম্নচাপ অঞ্চলের প্রভাব কেটে গিয়েছে। আপাতত পশ্চিমবঙ্গের কোনও জেলাতেই আর ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা-সহ বেশির ভাগ জেলার তাপমাত্রা স্বাভাবিকে নেমে এসেছে। বঙ্গবাসীর মনে এখন প্রশ্ন, শীতের আমেজ মিলবে কবে? এ বার কি একটু দীর্ঘ হবে শীত! আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী দু’দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তার পরে কমতে পারে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলার আবহাওয়া থাকবে খটখটে। আগামী দু’দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না দক্ষিণের জেলাগুলিতে। তার পরের তিন দিন তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার আকাশ আপাতত পরিষ্কার থাকবে। শহরে তাপমাত্রা স্বাভাবিকে নেমে এসেছে। আগামীতে দিনের তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
আরও পড়ুন:
দক্ষিণের মতো উত্তরবঙ্গেও আপাতত ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী দু’দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না উত্তরের জেলাগুলিতে। তার পরের তিন দিন তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।