Advertisement
১৮ মে ২০২৪

আটক দুই বহিরাগত

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে মদ্যপ দুই বহিরাগত যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন নিরাপত্তা বিভাগের কর্মীরা। বৃহস্পতিবার দুপুরের ঘটনা। পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগ সূত্রেই জানা গিয়েছে, ক্যাম্পাসের মধ্যে ওই দুই যুবক মদ্যপ অবস্থায় গোলমাল করছিল বলে অভিযোগ। তারা শিবমন্দির এলাকার বাসিন্দা। বহিরাগত কিছু যুবকের হাতে ক্যাম্পাসের মধ্যে ছাত্রীদের শ্লীলতাহানির একাধিক অভিযোগ নিয়ে পড়ুয়াদের একাংশও সরব হয়েছেন।

অবাধ: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকছে টোটোও। নিজস্ব চিত্র।

অবাধ: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকছে টোটোও। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৭ ০৩:১৪
Share: Save:

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে মদ্যপ দুই বহিরাগত যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন নিরাপত্তা বিভাগের কর্মীরা। বৃহস্পতিবার দুপুরের ঘটনা। পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগ সূত্রেই জানা গিয়েছে, ক্যাম্পাসের মধ্যে ওই দুই যুবক মদ্যপ অবস্থায় গোলমাল করছিল বলে অভিযোগ। তারা শিবমন্দির এলাকার বাসিন্দা। বহিরাগত কিছু যুবকের হাতে ক্যাম্পাসের মধ্যে ছাত্রীদের শ্লীলতাহানির একাধিক অভিযোগ নিয়ে পড়ুয়াদের একাংশও সরব হয়েছেন।

সেই সঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ক্যম্পাসে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তৃণমূল ছাত্র পরিষদের দুই পক্ষের মধ্যে কোন্দল শুরু হয়েছে। টিএমসিপি’র ইউনিট সভাপতি বিবেক ওরাওঁয়ে নেতৃত্বে কিছু পড়ুয়া বুধবার শ্লীলতাহানির অভিযোগ তুলে মিছিল করে। প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ জানায়।

বৃহস্পতিবার অন্য গোষ্ঠী তথা ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সপ্তর্ষি বিশ্বাস, তাঁদের সমর্থক এবং কিছু পড়ুয়া দাবি করেন, শ্লীলতাহানির কিছু ঘটনা ঘটলেও আগের দিন যে অভিযোগ তুলে মিছিল হয়েছে তা সঠিক নয়। এ দিন তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দায়িত্বে থাকা আধিকারিক প্রণব ঘোষের কাছে গিয়ে সে কথা লিখিত ভাবে জানান। প্রশাসনিক ভবনে অবস্থান করেন।

বিবেক ওঁরাওয়ের দাবি, তাঁরা যে অভিযোগ তুলছেন, তা কেউ কেউ উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু তাঁদের কাছে বিস্তারিত তথ্য রয়েছে। কর্তৃপক্ষকে শুনতে চাইলে তাঁরা জানাবেন। উপাচার্য শহরের বইরে থাকায় ক্যাম্পাসের দায়িত্বে রয়েছেন প্রণববাবু। তিনি বলেন, ‘‘দুই পক্ষ দুই ধরনের অভিযোগ তুলছে। উভয়পক্ষের কথাই গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে। উপাচার্য ফিরলে তাঁর সঙ্গে বসে বিস্তারিত আলোচনা করে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে।’’

ছাত্র সংসদের সাধারণ সম্পাদক বলেন, ‘‘ইতিমধ্যেই শ্লীলতাহানির যে সব বিভিন্ন অভিযোগ উঠেছে সে জন্য আমরা যথাযথ নিরাপত্তার দাবিও করেছি। তাই বলে মিথ্যে অভিযোগ তুললেই তো হল না। বিশ্ববিদ্যালয়ের সুনাম তাতে ক্ষুণ্ণ হবে।’’ এ দিন বাণিজ্য শাখার ছাত্রছাত্রীদের একাংশকে নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন। ওই বিভাগের এক ছাত্রীর শ্লীলতাহানির মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে বলে তাঁরা লিখিত ভাবে জানান। বিবেক গোষ্ঠীর তরফে অবশ্য জানানো হয়, তাঁরা বাণিজ্য বিভাগের কোনও ছাত্রীর বিষয়ে কিছু বলেননি। সম্প্রতি যে সব একাধিক শ্লীলতাহানির ঘটনার অভিযোগ তাদের কাছে এসেছে তা নিয়েই সরব হয়েছেন। অথচ কিছু ছাত্রছাত্রী তা নিয়ে মিথ্যে পাল্টা অভিযোগ তুলে বিষয়টিকে অন্য দিকে ঘোরানোর চেষ্টা করছে। তারা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দাবির বিষয়টি লঘু করে দেখতে চাইছে। যারা শ্লীলতাহানির শিকার তাদের পাশে দাঁড়াবার কথা ভুলে যাচ্ছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

University Campus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE