গোর্খাল্যান্ডের দাবির যৌক্তিকতা নিয়ে মোর্চার উপর চাপ বাড়াতে ধর্নামঞ্চে আমরন অনশন শুরু করেছেন জন আন্দোলন পার্টির যুব সংগঠনের ৬ নেতা।
বুধবার দুপুর থেকে কালিম্পঙে ত্রিকোণ পার্কে যে লাগাতার ধর্না চলছে সেখানে তারা অনশন শুরু করেছেন। অভিযোগ, ভোট আসলেই মোর্চা গোর্খাল্যান্ডের মিথ্যে দাবি তুলে পাহাড়ের মানুষের সঙ্গে প্রতারণা করে। ইতিমধ্যেই ৭টি নির্বাচনে তারা একই দাবি তুলে প্রচার করেছেন। অথচ সে ব্যাপারে তাদের কোনও কর্মসূচি নেই বলে সরব হন। সে কারণে অনশন শুরু করে মোর্চার সভাপতিকে চিঠি পাঠিয়ে গোর্খাল্যান্ডের দাবি আদায়ে তারা কী করছেন তা স্পষ্ট করে জানানোর দাবি তুলেছেন।
ওই চিঠিতে তারা জানিয়েছেন, সত্যি গোর্খাল্যান্ডের দাবি থাকলে, এই রাজ্যের সঙ্গে তারা থাকতে না চাইলে রাজ্যের নির্বাচিত যে সমস্ত পদে মোর্চার নেতারা রয়েছেন সেখান থেকে ইস্তফা দিন। তা ছাড়া মোর্চা এনডিএ জোটের সঙ্গে রয়েছে। তাই পরবর্তী লোকসভা অধিবেশনে তাদের দাবির বিষয়টি যাতে দার্জিলিঙের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া তোলেন তা নিশ্চিত করতে হবে।
মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, ‘‘জাপ তৃণমূলের বি-টিম। আমরা আমাদের দাবিতে বরাবর একই অবস্থানে রয়েছি। কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা, কথা বলাও হচ্ছে।’’
বৃহস্পতিবার জাপের অনশন মঞ্চে যান নিহত মদন তামাঙ্গের স্ত্রী তথা গোর্খা লিগ পার্টির সভানেত্রী ভারতী দেবী এবং তাঁর ছেলে সংযোগ তামাঙ্গা। মোর্চার যুব সংগঠনের অন্যতম নেতা পঙ্কজ ছেত্রী বলেন, ‘‘যুব সংগঠনের সাধারণ সম্পাদক আমির বাসনেট-সহ ৬ জন যুব নেতা অনশন শুরু করেছেন। আরও অনেকে অনশনে নামতে চাইছে। ভোট আসলেই গোর্খ্যাল্যান্ডের মিথ্যে দাবি তুলে পাহাড়বাসীকে ঠকানো বন্ধ করতে হবে। না হলে দাবি আদায়ে মোর্চা কী করবে তা স্পষ্ট করে মানুষকে জানাতে হবে।’’