Advertisement
০৮ মে ২০২৪

খুন নয় আত্মহত্যা, দাবি ধৃত স্বামীর

নাবালিকার রহস্য মৃত্যুতে তার স্বামীকে গ্রেফতার করল পুলিশ৷ শনিবার স্বপন রায় নামের ওই যুবককে গ্রেফতার করে আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৭ ০১:৫৬
Share: Save:

নাবালিকার রহস্য মৃত্যুতে তার স্বামীকে গ্রেফতার করল পুলিশ৷ শনিবার স্বপন রায় নামের ওই যুবককে গ্রেফতার করে আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৬ বছরের লিপিকা আত্মহত্যা করেছে বলে জেরায় জানিয়েছে অভিযুক্ত৷ স্বপনের দাবি, দুপুরে খাওয়া-দাওয়া করে টিভি দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়ে৷ সেই সময় পাশের ঘরে গিয়ে গলায় শাড়ি জড়িয়ে আত্মহত্যা করে লিপিকা৷ তার মায়ের সঙ্গে গোলমালেই লিপিকা আত্মহত্যা করে বলে স্বপনের দাবি।

পয়লা ফেব্রুয়ারি বেলাকোবার রাঙ্গারবাড়ির বাসিন্দা নবম শ্রেণির ছাত্রী লিপিকা রায় বামনপাড়ার বাসিন্দা স্বপনের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায়৷ কিছুদিন পর দুজনেই স্বপনের বাড়িতে ফিরে আসে৷ গত ৯ মার্চ তাদের বিয়ে হয়৷ লিপিকার বাড়ির লোকেদের অভিযোগ, এরপরেই পণের জন্য তার ওপর অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ির লোকজন।

গত বৃহস্পতিবার ওই নাবালিকার বাড়ির লোকজন আচমকাই খবর পান তাদের মেয়ে আত্মহত্যা করেছে৷ শুক্রবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে পরিকল্পিত খুনের অভিযোগ দায়ের করেন লিপিকার বাবা-মা। ওইদিনই পুলিশ স্বপনকে আটক করে৷ বাকিরা পালিয়ে যায়। এ দিন সকালে স্বপনকে গ্রেফতার করা হয়৷

স্বপনের হয়ে এ দিন কোনও আইনজীবী সওয়াল করেননি৷ সরকার পক্ষের আইনজীবী সিন্ধুকুমার রায় জানান, ৩০৪(বি) ও ৪৯৮(এ) ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷ আদালত তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। স্বপনের বাড়ির লোকেদের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murder Suicide
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE