মডেলিং থেকে শুরু করেছিলেন কেরিয়ার। ‘জিসম’ ছবিতে বিপাশা বসুর বিপরীতে প্রথম অভিনয়। বলিউ়ড সেই সময়ে খুঁজে পেয়েছিল এক নতুন ধাঁচের নায়ককে। দেখতে দেখতে সেই নায়ক ৫৩ বছরে পা রাখলেন। বয়স যে কেবল সংখ্যা মাত্র, তা অনায়াসে প্রমাণ করতে পারেন জন। কারণ যা-ই হয়ে যাক না কেন, শরীরচর্চার সঙ্গে আপোস করেন না অভিনেতা।
জন নিজেই জানিয়েছিলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি শরীরচর্চা কেন্দ্রে যান। যা-ই হয়ে যাক না কেন, দিনের এই একটি কাজ তিনি বাদ দেন না। নিজেকে ‘নাস্তিক’ বলে দাবি করেন অভিনেতা। তাই শরীরচর্চাকেই নিজের ধর্ম বলে মনে করেন অভিনেতা। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি নিজেকে জাহির করার জন্য শরীরচর্চা করি, তা কিন্তু নয়। আমার সিক্স প্যাক রয়েছে বা আমি সুস্থ, এটাই ভাল। তবে আমার কিন্তু মাইগ্রেন রয়েছে। যে দিন মাইগ্রেনের যন্ত্রণা হয়, সেই দিন হালকা শরীরচর্চা করি। অল্প ওজন তুলি। কিন্তু জিম যাওয়া বন্ধ করি না।”
আরও পড়ুন:
এখানেই শেষ নয়। গত ২৫ বছরে মিষ্টি ছুঁয়েও দেখেননি জন আব্রাহাম। ধূমপান ও মদ্যপান থেকেও বরাবর নিজেকে দূরে রেখেছেন। অভিনেতা নিরামিষাশী বলেও জানা যায়। জীবনে নিয়ম মেনে চলেন বলেই আজও তিনি অনাবৃত ঊর্ধ্বাঙ্গ দেখাতে পারেন, এমন দাবি করেছিলেন জনের এক সহ অভিনেতা।
১৯৭২ সালের ১৭ ডিসেম্বর মুম্বইয়ে জন্ম জনের। জনের বাবার নাম আব্রাহাম জন, কেরালার এক স্থপতি। অন্য দিকে, অভিনেতার মা ফিরোজ়া ইরানি পারসি। ব্যক্তিগত জীবন বরাবরই গোপন রাখতে পছন্দ করেন জন। দীর্ঘ দিন বিপাশা বসুর সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই সম্পর্ক ভাঙার পরে ব্যাঙ্ককর্মী প্রিয়া রাঞ্চালকে বিয়ে করেন তিনি।
২০২৫ সালে মুক্তি পেয়েছে জন-এর দুটি ছবি ‘দ্য ডিপ্লোম্যাট’, ‘তেহরান’। অভিনেতার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে, ‘ধুম’, ‘দোস্তানা’, ‘পাঠান’, ‘গরম মসালা’, ‘সত্যমেব জয়তে’, ‘নিউ ইয়র্ক’।