Advertisement
১৯ এপ্রিল ২০২৪

দ্বন্দ্বে তেতে উঠল আলিপুরদুয়ার

ভোটের ফল বের হওয়ার পরেই দু’পক্ষের সংঘর্ষে বৃহস্পতিবার রাতে উত্তেজনা ছড়ালো আলিপুরদুয়ার জংশনের দক্ষিণ জিৎপুর এলাকায়। ঘটনায় অনিতা দত্ত নামে এক মহিলা সমর্থক জখম হয়ে রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের জেরেই এই সংঘর্ষ বলে জানা গিয়েছে।

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে জখম অনিতাদেবী। —নিজস্ব চিত্র।

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে জখম অনিতাদেবী। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ২১ মে ২০১৬ ০২:০৬
Share: Save:

ভোটের ফল বের হওয়ার পরেই দু’পক্ষের সংঘর্ষে বৃহস্পতিবার রাতে উত্তেজনা ছড়ালো আলিপুরদুয়ার জংশনের দক্ষিণ জিৎপুর এলাকায়। ঘটনায় অনিতা দত্ত নামে এক মহিলা সমর্থক জখম হয়ে রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের জেরেই এই সংঘর্ষ বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, আলিপুরদুয়ার কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌরভ চক্রবর্তী জয়ী হওয়ার পরেই রাতে ওই এলাকায় সদ্য তৃণমূল কংগ্রেস যোগ দেওয়া কংগ্রেস কর্মীদের সঙ্গে পুরনো তৃণমূল কর্মীদের বচসা শুরু হয় । তার জেরেই একে অপরের উপর হামলা করে বলে অভিযোগ। আলিপুরদুয়ার থানার আইসি দেবাশিস চক্রবর্তী বলেন, ‘‘ঘটনার কথা শুনেছি। এক মহিলা হাসপাতালে ভর্তি। ঘটনার উপর নজর রাখা হচ্ছে।

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক সৌরভ চক্রবর্তী অবশ্য জানান, গোষ্ঠী কোন্দলের কোনও বিষয় নেই। তবে কি ঘটেছে তা খোঁজ নিয়ে দেখছি।

দলীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের মাস খানেক আগে ওই এলাকার বেশ কিছু কংগ্রেস সমর্থক দল বদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তারপর থেকেই এলাকায় চাপা উত্তেজনা ছিল। বৃহস্পতিবার নির্বাচনের পরেই এলাকা দখলকে কেন্দ্র করে শুরু হয় গন্ডগোল।

আলিপুরদুয়ার জংশনের রেলওয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল সমর্থক অনিতাদেবী বলেন, ‘‘রাত দশটা নাগাদ এলাকায় গন্ডগোল শুনে বের হই। সেই সময় শিবু সরকার নামে সদ্য দলে যোগ দেওয়া এক ব্যক্তি আমার মাথায় কাঠ দিয়ে আঘাত করে। মাথায় ছ’টি সেলাই পড়েছে।’’ ঘটনাটি অবশ্য অস্বীকার করেছে শিবু সরকার। তিনি বলেন, ‘‘হাতাহাতি হয়েছে দলীয় কর্মীদের মধ্যে। তবে ওই মহিলাকে কে মেরেছে আমি জানি না।’’ এলাকার তৃণমূল কংগ্রেসের নেত্রী শ্যামলী সরকার জানান, সদ্য দলে যোগ দেওয়া কংগ্রেসের কর্মীরাই তাঁদের উপর হামলা করে। তাঁদের বাড়িতে চড়াও হয়।

এ দিকে সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া বাদশা রায়ের বক্তব্য, নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তাদের একজনের দোকানে ঢিল মারে দলের কর্মীদেরই একাংশ। তা থেকে বচসা ও হাতাহাতি হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE