Advertisement
E-Paper

পঞ্চায়েত পাখির চোখ সব দলেই

পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে কোচবিহারে তোড়জোড় শুরু করেছে সব দলই। চলতি মাসেই একাধিক কর্মসূচিতে যোগ দিতে কোচবিহারে আসছেন ডান-বাম দুই শিবিরের শীর্ষ নেতারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৭ ০২:০৪

পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে কোচবিহারে তোড়জোড় শুরু করেছে সব দলই। চলতি মাসেই একাধিক কর্মসূচিতে যোগ দিতে কোচবিহারে আসছেন ডান-বাম দুই শিবিরের শীর্ষ নেতারা। ওই তালিকায় যেমন রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, তৃণমূল সভাপতি সুব্রত বক্সি, তেমনই সিপিএমের সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি, কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী মনোজ সিংহরাও রয়েছেন।

সংগঠন চাঙা করে ঘর ঘোছাতে তৎপর সব রাজনৈতিক দলই। সব শিবিরেই বুথভিত্তিক সংগঠন চাঙা করার ব্যাপারে প্রস্তুতি শুরু হয়েছে। চলছে জনসংযোগ বাড়ানর উদ্যোগ। তৃণমূল সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এ মাসের শেষের দিকে কোচবিহারে আসবেন। প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। সুব্রতবাবু অবশ্য আসছেন দলের কর্মিসভায় যোগ দিতে। ৮ এপ্রিল কোচবিহারে ওই কর্মিসভা হবে। এ জন্য প্রস্তুতি অনেকটাই এগিয়েছে। মঙ্গলবার জেলা কোর কমিটির বৈঠক হয়। সেখানে বুথস্তর পর্যন্ত সংগঠন আরও চাঙা করার পাশাপাশি ব্লক সংগঠনগুলি আরও জোরদার করার ব্যাপারে আলোচনা হয়। রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলার ১৮টি সাংগঠনিক ব্লক কমিটির আটটিতে সভাপতি পদে নতুন মুখ আনা হয়। ওই বৈঠকের পরেই তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েদেন, “ পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করেই আমরা এগোতে চাইছি।”

লোকসভা উপনির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে আসার পর থেকে জেলায় তৎপরতা বাড়িয়েছিল বিজেপি। সম্প্রতি উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের সাফল্যে তারা আরও উৎসাহিত। দলীয় সূত্রের খবর, এ মাসের ৬-১৪ তারিখের মধ্যে সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিতে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে কোচবিহারে আসছেন রেল প্রতিমন্ত্রী মনোজ সিংহ। বিজেপির কোচবিহার জেলা সভাপতি নিখিল রঞ্জন দে বলেন, “ পঞ্চায়েতের জন্য আমরাও প্রস্তুতি নিচ্ছি।”

বসে নেই গত বিধানসভায় একসঙ্গে লড়া বাম-কংগ্রেস। ২২ এপ্রিল কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভার প্রস্তুতি শুরু হয়েছে। ওই দিন শহরের রাসমেলা ময়দানে সভায় বক্তব্য রাখবেন সীতারাম ইয়েচুরি। সিপিএমের কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মহানন্দ সাহা বলেন, “ বামেরা যে বিকল্প শক্তি পঞ্চায়েতের আগে ওই সভার মাধ্যমে সেই বার্তা দিতে চাইছি।” যুব কংগ্রেসের জেলা সভাপতি সম্রাট মুখোপাধ্যায়ও বলেন, “সংগঠনের প্রদেশ সভাপতির জেলায় আসবার কথা রয়েছে। বুথভিত্তিক সংগঠনও ঢেলে সাজান চলছে।”

Panchayat Election
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy