Advertisement
১১ জুন ২০২৪

যত গোল নিশীথের ঘোষণায়

কিন্তু ‘আইআইসি টেকনোলজিস’-এই উদ্যোগে জল ঢেলে দেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকই। তিনি ঘোষণা করেন, ১ অগস্ট থেকে এই বিমানে করে কোচবিহার-বাগডোগরা এবং কোচবিহার-গুয়াহাটির মধ্যে নিয়মিত যাত্রী পরিষেবা দেওয়া হবে।

কোচবিহারের সাংসদ নিশিথ প্রামাণিক। —ফাইল চিত্র

কোচবিহারের সাংসদ নিশিথ প্রামাণিক। —ফাইল চিত্র

সুনন্দ ঘোষ
কলকাতা শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৯ ০৫:২৮
Share: Save:

অনথিভুক্ত উড়ান সংস্থা হিসেবে কোচবিহার থেকে উড়ান চালানোর যাবতীয় হোমওয়ার্ক করে রেখেছিল হায়দরাবাদের সংস্থা ‘আইআইসি টেকনোলজিস’। ২৩ জুলাই চিঠি পাঠিয়ে কোচবিহার বিমানবন্দরকে জানিয়েছিল, কলকাতার একটি সংস্থা তাদের কাছ থেকে বিমানটি ভাড়া নিয়ে বাগডোগরা এবং গুয়াহাটিতে উড়ান চালাবে। ৭ সেপ্টেম্বর পর্যন্ত উড়ান চলবে সোমবার থেকে শুক্রবার, সকাল ৮টা থেকে দুপুর ২টোর মধ্যে।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রের খবর, কোচবিহারের জেলাশাসককেও চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে রাখা হয়েছিল। ওই বিমানবন্দরের নিরাপত্তা, দমকল কর্মী এবং জরুরি চিকিৎসা পরিষেবা রাজ্যের তরফে দেওয়া হয়। এই পদ্ধতিতে এর আগেও কোচবিহার থেকে উড়ান চালু হয়। বস্তুত, এই পদ্ধতিতেই দেশের বিভিন্ন বিমানবন্দর থেকে অনথিভুক্ত উড়ান চলে।

কিন্তু ‘আইআইসি টেকনোলজিস’-এই উদ্যোগে জল ঢেলে দেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকই। তিনি ঘোষণা করেন, ১ অগস্ট থেকে এই বিমানে করে কোচবিহার-বাগডোগরা এবং কোচবিহার-গুয়াহাটির মধ্যে নিয়মিত যাত্রী পরিষেবা দেওয়া হবে। এ ভাবে অনথিভুক্ত উড়ান সংস্থার পক্ষ থেকে কেউ আগাম ঘোষণা করার অর্থ, তাকে নথিভুক্ত বলে মান্যতা দেওয়া। আর নথিভুক্ত হিসেবে উড়ান চালাতে গেলে অনেক বেশি নিয়ম মেনে ও অনুমতি নিয়ে আসতে হবে, জানান বিমানবন্দরের কর্তারা।

রাজ্য নিরাপত্তা ও দমকলকর্মীদের তুলে নেওয়ার পরে আপাতত বন্ধ কোচবিহার বিমানবন্দর। সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আঞ্চলিক অধিকর্তা এস পি যাদব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cooch Behar Cooch Behar Aitport Nisith Pramanik
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE