Advertisement
১৯ মে ২০২৪

কর্মসূচি ঘোষণা

বামমফ্রন্টের শরিকদের বোঝাপড়া বজায় রেখেই কংগ্রেসের সঙ্গেও আলাদা ভাবে আন্দোলন, কর্মসূচির পথ খোলা রেখে চলতে চাইছে সিপিএম। রবিবার সন্ধ্যায় শিলিগুড়ি জেলা সিপিএম কার্যালয়ে তা ফের স্পষ্ট করে দিয়েছেন দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৬ ০১:২৫
Share: Save:

বামমফ্রন্টের শরিকদের বোঝাপড়া বজায় রেখেই কংগ্রেসের সঙ্গেও আলাদা ভাবে আন্দোলন, কর্মসূচির পথ খোলা রেখে চলতে চাইছে সিপিএম। রবিবার সন্ধ্যায় শিলিগুড়ি জেলা সিপিএম কার্যালয়ে তা ফের স্পষ্ট করে দিয়েছেন দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। দলীয় সূত্রের খবর, বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে ভোটে লড়ে ফলাফল নিয়ে শরিকেরা নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন। কংগ্রেসের সঙ্গে পথ চলা নিয়ে আপত্তির কথাও জানিয়ে দিয়েছেন শরিকেরা। কিন্তু, কংগ্রেসকে ছাড়তে চাইছে না সিপিএম। দলের জেলা সম্পাদক সূর্যবাবু বলেন, ‘‘রাজ্য জুড়ে বিভিন্ন দাবিদাওয়া, পরিস্থিতি নিয়ে আমাদের পার্টি নিজস্ব কিছু কর্মসূচি নিচ্ছে। আবার, বামফ্রন্টের আলাদা কর্মসূচিও হবে। এর বাইরে বাম মনোভাবাপন্ন ও সহযোগীদের নিয়ে লড়াই চালাব, তেমনই, কংগ্রেসের মতো গণতান্ত্রিক, ধর্মনিরপক্ষে শক্তিগুলিকে নিয়েও আন্দোলন কর্মসূচি হবে।’’

পার্টি সূত্রের খবর, এ দিন সকাল থেকে সূর্যবাবু দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর সদস্যদের নিয়ে বৈঠকে বসেন। সেখানে পার্টি প্লেনামের রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে। ভোটের জন্য যে চারটি রাজ্যে এই জেলা ভিত্তিক আলোচনা হয়নি, তা শুরু হয়েছে। এ জেলার বৈঠকে দলের অবস্থান সেখানেই স্পষ্ট করে দেন সূর্যবাবু। নিজেদের সংগঠন বাড়ানো, কাজকর্মের পর বিভিন্ন ক্ষেত্রে বামফ্রন্টকে বাদ দিয়ে কিছু হবে না তাও তিনি জানান। তেমনই জেডেইউ, আরজেডি-র মতো বাম সহযোগী, কংগ্রেসকেও বিষয় ভিত্তিক আন্দোলনে পাশে রাখার কথা জানিয়ে দিয়ে গিয়েছেন। সহযোগীদের নিয়ে ১১ জুলাই কলতায় মহামিছিলের কথাও বলেছেন সূর্যবাবু। আগামী ১২ জুলাই পাহাড়ে তিন দিনের জন্য রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী আসছেন। সেই জন্য ১৪ জুলাই শিলিগুড়িতে পুরসভার, পঞ্চায়েতের জবরদখলের নিয়ে আন্দোলন কর্মসূচি একদিন পিছিয়েছে সিপিএম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

programme
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE