Advertisement
E-Paper

শুভেচ্ছা বিনিময়ে গঙ্গোত্রী-অশোক

নববর্ষের শুভেচ্ছা বার্তা ছাপানো কার্ড বিলি করছিলেন প্রাক্তন পুরমন্ত্রী এবারের শিলিগুড়ি পুরভোটে বামেদের মেয়র পদপ্রার্থী অশোক ভট্টাচার্য। ঘটনাচক্রে সে সময়েই ওই রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন প্রাক্তন কংগ্রেসি মেয়র গঙ্গোত্রী দত্ত। প্রাক্তন মেয়রের হাতে কার্ড তুলে দেন প্রাক্তন পুরমন্ত্রী। প্রতি নমস্কারে শুভেচ্ছা জানান গঙ্গোত্রী দেবী। দু’জনের মধ্যে কুশল বিনিময় চলে কিছুক্ষণ। নববর্ষের দুপুরে শিলিগুড়ির হাসমিচকে দেখা গেল পুরভোটে যুযুধান দু’দলের নেতা-নেত্রীদের এমনই সৌজন্য বিনিময়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৫ ০২:০৮
শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র গঙ্গোত্রী দত্তকে নববর্ষের শুভেচ্ছাপত্র দিচ্ছেন অশোক ভট্টাচার্য। বুধবার বিশ্বরূপ বসাকের তোলা ছবি।

শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র গঙ্গোত্রী দত্তকে নববর্ষের শুভেচ্ছাপত্র দিচ্ছেন অশোক ভট্টাচার্য। বুধবার বিশ্বরূপ বসাকের তোলা ছবি।

নববর্ষের শুভেচ্ছা বার্তা ছাপানো কার্ড বিলি করছিলেন প্রাক্তন পুরমন্ত্রী এবারের শিলিগুড়ি পুরভোটে বামেদের মেয়র পদপ্রার্থী অশোক ভট্টাচার্য। ঘটনাচক্রে সে সময়েই ওই রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন প্রাক্তন কংগ্রেসি মেয়র গঙ্গোত্রী দত্ত। প্রাক্তন মেয়রের হাতে কার্ড তুলে দেন প্রাক্তন পুরমন্ত্রী। প্রতি নমস্কারে শুভেচ্ছা জানান গঙ্গোত্রী দেবী। দু’জনের মধ্যে কুশল বিনিময় চলে কিছুক্ষণ। নববর্ষের দুপুরে শিলিগুড়ির হাসমিচকে দেখা গেল পুরভোটে যুযুধান দু’দলের নেতা-নেত্রীদের এমনই সৌজন্য বিনিময়।

বাংলা নতুন বছরের প্রথম দিনে ডান-বাম রাজনৈতিক দলের ভোট প্রার্থী, নেতা-নেত্রীরা একইসঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন, আবার জনসংযোগে ভোট প্রচারও সেরে নিলেন। সপ্তাহ ঘুরলেই শিলিগুড়ি-জলপাইগুড়ি দুই শহরেই পুরভোট। প্রচারের জন্য দলগুলির কাছে এ দিন নিয়ে হাতে ছিল মাত্র ৮ দিন। তাই নববর্ষের দিনও প্রচারের এতটুকু সুযোগ হাতছাড়া করেনি রাজনৈতিক দলগুলি। তবে তা ছিল শুভেচ্ছা, সৌজন্যের মোড়কে। এ দিন সকালে শিলিগুড়ির ১৭ নম্বর ওয়ার্ডে স্ত্রী শুক্লা দেবীকে নিয়ে প্রভাতফেরিতে বের হয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শুক্লা দেবীই ওই ওয়ার্ডের প্রার্থী। দুপুরে বাঘাযতীন পার্কে বর্ষবরণের একটি অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন তিনি। শহরের বিভিন্ন ওয়ার্ডেও প্রার্থীদের নিয়ে মিছিলও করেছেন গৌতমবাবু। প্রাক্তন পুরমন্ত্রী অশোকবাবু এ দিন নিজে প্রার্থী হওয়া ৬ নম্বর ওয়ার্ড সহ ৭, ২৬, ২০ এবং ৮ নম্বর ওয়ার্ডে কার্ড বিলি করেছেন। শহরের সুইপার কলোনিতে গিয়েও বাসিন্দাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন অশোকবাবু। বিকেলে খালপাড়ার একটি ধর্মশালায় বাসিন্দাদের ডেকে ঘরোয়া সভা করেছেন তিনি। প্রাক্তন মেয়র গঙ্গোত্রী দেবী নিজের ১২ নম্বর ওয়ার্ডে বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

বিজেপি প্রার্থীরাও ৮, ৯, ১৩ সহ বিভিন্ন ওয়ার্ডে কার্ড বিলি করেছেন বিজেপি প্রার্থীরাও। গত মঙ্গলবার রাতে ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী নান্টু পালের মায়ের মৃত্যু হয়েছে। বুধবার সকালে গুরুদশাতেও প্রচারে দেখা গেল নান্টুবাবুকে। নতুন বছরের শুভেচ্ছাও জানালেন বাসিন্দাদের। নান্টুবাবুর মায়ের মৃত্যুর খবর পেয়ে ওই ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী বাসুদেব ঘোষ নার্সিংহোমে গিয়ে সমবেদনা জানিয়েছেন। এ দিন ঋষি অরবিন্দ রোড সহ এলাকায় জনসংযোগ করেছেন বাসুদেববাবুও।

শুভেচ্চা জানানো তেকে ক্যালেন্ডার মিষ্টি বিলি করলেন জলপাইগুড়ির ভোট প্রার্থীরাও। সকালে ১১ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি কার্ড বিলি করেছেন তৃণমূল প্রার্থী সৈকত চট্টোপাধ্যায়। প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী সুজিত কুমার ঘোষও কার্ড বিলি করেছেন। সৈকতবাবু বলেন, “আজকের দিনটিতে ভোট চাইতে মন সায় দেয়নি। তাই শুভেচ্ছা বিনিময়ে নিজেকে সীমাবদ্ধ রেখেছি।” দুপুর গড়াতে রাস্তার পাশে বুথ অফিসে বসে পাড়ার কিছু প্রবীণকে নিয়ে আলোচনা সেরে নেন ৯ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী প্রমোদ মণ্ডল। বাংলা নববর্ষে ব্রাত্য হয়ে যাওয়া বাংলা ক্যালেন্ডারের কদর যেন অনেকটাই ফিরিয়ে এনেছে পুরভোট। এদিন সকালে ২৫ নম্বর ওয়ার্ডে ক্যালেন্ডার বিলি করে বাসিন্দাদের শুভেচ্ছা প্রার্থনা করলেন ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শুভ্রজিত কর। ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শুভেন্দু বসু ট্যাবোলো নিয়ে প্রচারে বের হন, ক্যালেন্ডার বিলি করেছেন তিনিও। ১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী মিলন রায়কত ক্যালেন্ডার বিলির পাশাপাশি মিষ্টি মুখ করালেন। ১৪ নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূল কর্মীদের দেখা গিয়েছে বাসিন্দাদের মিষ্টি মুখ করাতে। ওই ওয়ার্ডে বিজেপি প্রার্থী অয়ন ভট্টাচার্য সকালে বাড়িতে ঘুরে কুশল বিনিময় করে বিকেলে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেন। জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দলীয় প্রার্থীদের নিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সন্ধ্যা নাগাদ স্থানীয় কংগ্রেস বিধায়ক সুখবিলাস বর্মা, আলিপুরদুয়ারের বিধায়ক দেবপ্রসাদ রায় দলীয় প্রার্থীদের নিয়ে শহর পরিক্রমা করে শুভেচ্ছা বিনিময় করেছেন।

Municipal election Ashok Bhattacharya gangotri dutta siliguri cpm congress trinamool TMC bjp
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy