Advertisement
০৮ মে ২০২৪

স্কুলের পোশাকে অপহরণের চেষ্টা ছাত্রীকে, ধৃত যুবক

স্কুলের পোশাক বানিয়ে ভুয়ো ছাত্র সেজে একটি ইংরেজি মাধ্যম স্কুলে ঢুকে এক ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। শিলিগুড়ি কমিশনারেটের এনজেপি ফাঁড়ি এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে ঘটনাটি ঘটেছে।

কৌশিক চৌধুরী
শিলিগুড়ি শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৬ ০২:২৭
Share: Save:

স্কুলের পোশাক বানিয়ে ভুয়ো ছাত্র সেজে একটি ইংরেজি মাধ্যম স্কুলে ঢুকে এক ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। শিলিগুড়ি কমিশনারেটের এনজেপি ফাঁড়ি এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে ঘটনাটি ঘটেছে। বুধবার স্কুলের টিফিন চলাকালীন এই ঘটনা ঘটে। কিন্তু, এখনও অভিযুক্তকে পুলিশ চিহ্নিত করতে না পারায় অভিভাবক মহলে উদ্বেগ বাড়ছে। স্কুলের পক্ষ থেকেও পুলিশের কাছে দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। তবে পুলিশ শনিবার পর্যন্ত ছাত্রীটিকে জেরা করতে পারেনি।

পুলিশ ও স্কুল সূত্রের খবর, আইসিএসসি বোর্ডের স্কুলটিতে ছেলেমেয়েরা একসঙ্গে পড়ে। কেজি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রয়েছে এই স্কুলে। গত বুধবার সিনিয়র সেকশনের ইউনিফর্মের অনুকরণে পোশাক পড়ে একটি ছেলে স্কুলে ঢুকে পড়ে বলে অভিযোগ। সেই সময় ক্লাস চলছিল না। মেয়েটিকে স্কুল ভবনের একপাশে পেয়ে ছেলেটি টানাটানি শুরু করে বলে অভিযোগ। বাধা দেওয়ায় অভিযুক্ত যুবক এক ছাত্রকে মারধর করে বলেও অভিযোগ। শেষে চিৎকার চেঁচামেচি শুরু হতেই যুবকটি চম্পট দেয়। ঘটনার পর ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার চেলিং সিমিক লেপচা বলেন, ‘‘স্কুলে খোঁজ নিয়ে পদক্ষেপ করা হচ্ছে।’’

স্কুলের সিসিটিভি পরীক্ষা শুরু হয়েছে। কিন্তু কয়েকটি সিসিটিভি থেকে ঠিকঠাক ফুটেজ মেলেনি বলে অভিযোগ। ফুটেজে অভিযুক্ত যুবকের কোনও ছবি মেলেনি। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ঠিকঠাক না এগোনোয়, বৃহস্পতিবার ও শুক্রবার স্কুলের অভিভাবকদের একাংশ উদ্যোগী হয়ে সই সংগ্রহ করেন। তার পরে তা এনজেপি ফাঁড়িতে জমা দেওয়া হয়। এনজেপি ফাঁড়ির পুলিশ অফিসারদের অবশ্য দাবি, নিরাপত্তা নিয়ে অভিভাবকরা বেশি চিন্তিত। অপহরণের চেষ্টা তেমন কোনও ঘটনা ঘটেনি।

অভিভাবকদের অভিযোগ, গেট খোলার পর কারা ঢুকছেন বা কারা বার হচ্ছেন ঠিক থাকেন না। শ’য়ে শ’য়ে ছেলেমেয়েদের দেখার জন্য গেটের দায়িত্বে বেশিরভাগ সময়ই একজন নিরাপত্তারক্ষী থাকেন। তাঁর পক্ষে সব দিকে নজর রাখা সম্ভব হয় না। স্কুল কর্তৃপক্ষ সে দিকে বিশেষ নজর দেন না। এখনই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ নজর না দিলে যে কোনও দিন বড় ঘটনা ঘটতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kidnap Youth arrested
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE