কোথাও এটিএমের শাটার নামানো। কোথাও তা খোলা থাকলেও মেশিন ‘আউট অব ক্যাশ’ দেখাচ্ছে। কোথাও দু’একটি এটিএমে টাকা আছে খবর পেলেই লোকজন ছুটে যাচ্ছেন। তবে সেখানে বিশাল লম্বা লাইন। অগত্যা অন্য কাজকর্ম ভুলে লাইনেই দাঁড়াতে হচ্ছে। অনেকে ভয় পাচ্ছেন, সোমবারেও যদি ধর্মঘট চলে, তাহলে কী হবে। শহর জুড়ে এই পরিস্থিতি দেখে অনেকেরই মনে পড়ছে নোটবন্দির দিনগুলোর কথা। সেইসময় একইরকম আতঙ্কের
আবহ তৈরি হয়েছিল সাধারণ মানুষের মধ্যে।
পর পর দু’দিন ব্যাঙ্ক ধর্মঘটের পর রবিবারেও সব বন্ধ। তাই সকাল থেকেই সাধারণ মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। অনেকেই টাকার খোঁজে হন্যে হয়ে এক এটিএম থেকে আরেক এটিএমে কার্যত ছুটে বেড়াচ্ছেন। মাসের দু’তারিখ। অথচ এ দিনও অনেকে বেতন তুলতে পারেননি। বাজার-হাট, সংসারের খরচ, ছেলেমেয়ের স্কুল ও টিউশনির টাকা— ছা-পোষা মানুষের ঘরে এসব মেটানোর কোনও টাকাই নেই। অনেকেরই পরিষ্কার বক্তব্য, ব্যাঙ্ক কর্মচারী সংগঠনগলির এ ভাবে সাধারণ মানুষকে সমস্যার দিকে ঠেলে দেওয়া ঠিক নয়। এ ব্যাপারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক আধিকারিক জানালেন, সোমবার থেকেই পরিস্থিতি স্বাভাবিক হবে।